আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে উত্ত্যক্তকারীর কারাদণ্ড

কালের স্রোত

নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে সোমবার রাজধানীতে এক যুবককে এক বছরের কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর রমনা এলাকায় সজিব আহমেদ নামে (২২) ওই যুবককে বিকালে কারাদণ্ড দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা থানার ওসি শিবলী নোমান। তিনি বলেন, "ম্যাজিস্ট্রেট বাবুল মিয়া এই কারাদণ্ড দেন। সজিব গৃহস্থালী মালামাল ব্যবসায় জড়িত এবং মাদকাসক্ত। " তিনি জানান, মগবাজার এলাকার এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল সজিব।

তার সঙ্গে বিয়ে দেওয়া না হলে তাদের হত্যার হুমকিও দেয় সজিব। এ কারণে ওই ছাত্রীর পরিবার দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। ওই ছাত্রীকে একবার অপহরণের চেষ্টাও করা হয়। এ বিষয়ে ছাত্রীর বাবা রোববার থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে মগবাজার থেকে সজীবকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয় বলে জানান ওসি শিবলি।

এরপর ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হলে তিনি স্বাক্ষ্যপ্রমাণ শেষে সজীবকে এক বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ড দেওয়ার পরপরই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান ওসি। সা�প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীদের উত্ত্যক্ত করার ঘটনা বেড়েছে। উত্ত্যক্ততার প্রতিবাদ জানানোয় গত মাসে নাটোরে উত্ত্যক্তকারীদের হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক মিজানুর রহমান। এরপর ফরিদপুরে নিজের দুই মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের হামলায় মারা যান চাঁপা রানী ভৌমিক।

গত সপ্তাহে উত্ত্যক্ততার শিকার হয়ে সিরাজগঞ্জে আত্মহত্যা করে নবম শ্রেণীর এক ছাত্রী। নারীদের উত্ত্যক্ত করার ঘটনা বন্ধে গত ১০ নভেম্বর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করে সরকার। ভ্রাম্যমাণ আদালত এসব ঘটনায় জড়িতদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের আদেশ দিতে পারবে। এটি এ আদালতের সর্বোচ্চ দণ্ডের বিধান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.