বুকের ভেতর বহু দূরের পথ... বেটারা সব সময় নাটক করে । শেষ মুহূর্ত পর্যন্ত এই নাটক চলে। তারপর ঠিকই জিতে। মাঝখান দিয়া আমার প্রায় হার্টফেল করার মত অবস্থা। একদিন ঠিকই মাইরা ফেলবো আমারে। যাকগা....এখন ওম শান্তি। মুশফিক পিচ্চিটাকে গাল টিপে আদর করে দিতে ইচ্ছে করছে... অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। অভিনন্দন ক্যাপ্টেন মুশফিক সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ ১৩২/৮ (২০ ওভার) স্যামুয়েলস ৫৮, সিমন্স ২৫ রাজ্জাক ২/২৭, সাকিব ২/২৫, শফিউল ২/১৯ বাংলাদেশ ১৩৫/৭ (১৯.৫ ওভার) মুশফিকুর রহিম ৪১, আশরাফুল ২৪, ইমরুল ২২, নাসির ১৮ রবি রামপাল ২/২৮, স্যামুয়েলস ২/১৪( বাংলাদেশ ৩ উইকেটে জয়ী) ম্যান অব দ্যা ম্যাচ: মুশফিকুর রহিম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।