আমাদের কথা খুঁজে নিন

   

দেশে হচ্ছেটা কি-২

আমি নতুন কিছু পড়তে ভালবাসি দেশে অনেকেই গুম হচ্ছে-খুন হচ্ছে সেদিকে সরকারের কোন খেয়াল নাই, তারা আছে নিজের মতো করে। মাঝে মাঝে মনে হয় এটা দেশের কোন সরকার নয় বরং দলীয় সরকার! চৌধুরী আলম গুম হওয়ার কয়েক মাস হয়ে গেল কিন্তু দৃর্ভাগ্যের বিষয় সরকার এখন পর্যন্ত তাকে উদ্ধার বা তার কোন খোঁজ দেশবাসীকে দিতে পারে নাই। সরকার চল্লিশ বছর আগেকার কত তথ্যই আজকে জাতির সামনে পেশ করার চেষ্টা করছেন কিন্তু গতকালের ঘটনা কে ঘটিয়েছে তা উদ্ধার করতে পারছে না- না চাইছে না তা বোঝা যাচ্ছে না। বিরোধী দলের নেতৃত্ব স্থানীয় একজন মানুষকে যেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে সরকারের যেন কোন মাথা ব্যাথাই নাই! আমার বিশ্বাস সরকার যদি আন্তরিক হন তাহলে এই তথ্য উদ্ধার করা সময়ের ব্যাপার মাত্র। এরপর সরকার দলীয় একজন এমপি তার পিএস কে গুলি করে মারলো এর কোন সুষ্ঠু তদন্ত জনগনের সামনে প্রকাশ করা সম্ভব হলো না! সরকার এদিক সেদিক করে আজকে সেই ঘটনা মানুষ প্রায় ভুলে যেতে বসেছে।

একজন এমপি যদি এরকম খুনের ঘটনা ঘটাতে পারে এবং তার কোন সুষ্ঠু বিচার না হয় তাহলে অন্যরা যে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আরও বড় কিছু করবে না তা কি করে বলা যায়! আমরা জানি একটা খুন অনেক খুনের জন্ম দেয়, এটা তার ব্যাতিক্রম না হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তাই সরকারের উচিত হবে এই সমস্যার দ্রুত সমাধান করা। যুদ্ধাপরাধীর বিচার নিয়েও সরকার কেমন জানি গোলমেলে করে ফেলছেন। প্রথমে জাতিকে শোনানো হলো যে আমরা যুদ্ধাপরাধিদের বিচার করবো, এরপর একজন প্রখ্যাত মন্ত্রী বললেন যে না আমরা যুদ্ধাপরাধীদের বিচার নয় বরং মানবতাবিরোধী অপরাধে অপরাধী ব্যক্তিদের বিচার করবো, কয়েকদিন যেতে না যেতেই আর একজন বিখ্যাত মন্ত্রী বলে ফেললেন, ও সব নয় আমরা বিচার করবো রাজাকারদের! কোন মন্ত্রী বলেন এই বিচার হবে আন্তর্জাতিক ট্রাইবুনালে, কয়েকদিন পরে আবার তিনিই বললেন- না, আন্তর্জাতিক ট্রাইবুনালে নয় বরং এই বিচার হবে ডমেস্টিক ট্রাইবুনালে। এরকম একটা স্পর্ষকাতর বিচারের ক্ষেত্রে এক এক সময় এক এক কথা যদি মন্ত্রী মহোদয়েরা বলতে থাকেন তাহলে সেই বিচার নিয়ে যে কারই সন্দেহ হতে পারে- যা ইতোমধ্যে হয়েছে।

এখন অনেকেই বলছেন যে এটা আসলে যুদ্ধাপরাধের বিচার নয়, এটা হলো বিরোধীদলকে দমনের বিচার। যদি তাই না হবে তাহলে নিজের দলের মধ্যে যে সকল যুদ্ধাপরাধী আছে তাদেরকে দিয়েই সরকার এই বিচার শুরু করলো না কেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.