এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা । কিছুদিন আগে গিয়েছিলাম সোনাদিয়া দ্বীপ । আর ওখান থেকে ফিরে বেশ কয়েকটি পোষ্ট দিয়েছিলাম ফটোব্লগ আকারে । আজ ও সোনাদিয়ার কিছু ছবি দিব, তবে সবই পাখির ছবি, আশা করি আপনাদের ভালো লাগবে...... সোনাদিয়া দ্বীপে ৭০ প্রজাতির জলজ ও উপকূলীয় অতিথি পাখির আগমন ঘটে। এখানে দেখা যায় পৃথিবীব্যাপি বিপন্ন ৩ প্রজাতির পাখি- স্পুনবিল স্যান্ডপাইপার, এশিয়ান ডউইচার এবং নরডম্যানস্ গ্রীনশ্যান্ক। তবে আমি কিন্তু যে ছবিগুলো তুলেছি তাদের অনেকেরই নাম জানিনা, তবু আশা করছি এখানে বিলুপ্ত প্রজাতির কিছু পাখি রয়েছে......... সোনাদিয়ার কয়েকটি চেনা পাখির মধ্যে এইটা একটা 'নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা' ঘুঘু
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।