আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যার ইন, বাক স্বাধীনতা, নিক ব্যান এবং BTRC প্রসঙ্গে ।

মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " ইতিমদ্ধে সবাই সহব্লগার আসিফ মহিউদ্দিন এর নিক ব্যান বিষয়ে অবগত আছেন । এবং বাংলা ব্লগের বহুল আলোচিত কিংবা সমালোচিত যাই বলা হোক না কেন এই আসিফ মহিউদ্দিনকে কোন কারণে ব্যান করা হয়েছে সে বিষয়ে একাধিক পোস্ট সামহোয়্যার ইন ব্লগে আসলেও এখন পর্যন্ত কোন সঠিক কারণ দেখিয়ে ব্লগ কর্তৃপক্ষ কোন মন্তব্য করেননি । তারপর গতরাত্রে বিডিনিউজ২৪ ডট কমে একটা নিউজে দেখা গেলো " আমার ব্লগ " নামক একটি কমিউনিটি ব্লগের এডমিনকে " BTRC " থেকে একটা মেইলের মাধ্যমে কিছু ব্লগারের তথ্য জানতে চাওয়া হয়েছে।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন চলে আসে তবে কি বাংলা ব্লগের বৃহৎ প্লাটফর্ম এই " সামহোয়্যার ইন ব্লগ " কেও একই ধরনের মেইল করা হয়েছে ? যদিও " সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য আমরা পাইনি। ঠিক এই মুহূর্তে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সামহোয়্যারইন ব্লগের বক্তব্য খুবই প্রয়োজন । এবং সেই সাথে আসিফ মহিউদ্দিনের ব্যান প্রসঙ্গে সাধারণ ব্লগারদের মনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন চলে এসেছে যে " তবে কি সরকারি চাপে তাকে ব্যান করা হয়েছে ? " বাকস্বাধীনতা প্রসঙ্গে সামহোয়্যারইন ঃ আমরা সবাই জানি সামহোয়্যারইন ব্লগ বাক স্বাধীনতা প্রদানে প্রতিশ্রুতি বদ্ধ। এবং সামহোয়্যারইন ব্লগ। বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে ... ১ক. বাক স্বাধীনতা প্রসঙ্গ: সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে।

চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল(conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে। আমরা সবাই জানি যে বর্তমানে বাংলাদেশ সরকারের কোন অনলাইন নীতিমালা নেই। অনলাইন গণমাধ্যম মুক্তভাবে তাদের সেবা প্রদান করছে এবং অনলাইন গণমাধ্যমের সাহায্যে মানুষ তাদের চিন্তাভাবনা স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে । এবার আসি আসিফ মহিউদ্দিন কিংবা মুক্তচিন্তাধারার মানুষ সম্পর্কে ঃ আমরা সবাই জানি আসিফ মহিউদ্দিন একজন স্বঘোষিত নাস্তিক। ধর্মীয় প্রথার বিরুদ্ধে তার অবস্থান।

এবং কিছুদিন পূর্বে তার নিক ব্যান করে দেওয়া হয়েছে। যদিও সামহোয়্যারইন থেকে কোন বক্তব্য এখনো আমরা পাইনি তবুও ধরে নেওয়া হচ্ছে লেখা লেখির কারণে কিংবা সরকারি চাপে তার ব্লগ নিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালার ৩ঞ.ধরায় বলা হয়েছে বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে । এখানে লক্ষণীয় যে " ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে " কোন পোস্ট বাতিলের ক্ষমতা সামহোয়্যারইন বহন করে । তবে কি সামহোয়্যারইন " মুক্তচিন্তা কিংবা মুক্তমনের চর্চার " পরিপন্থী ??? যদি তাই হয়ে থাকে তবে ঠিক এই মুহূর্ত থেকে সামহোয়্যারইন ব্লগে পূর্বের সকল মুক্তচিন্তা পোস্ট সরিয়ে দেওয়া হোক এবং ঘোষণা করা হোক " সামহোয়্যার ইন ব্লগ কোন মুক্তচিন্তা চর্চার কিংবা প্রথা বিরোধী কোন পোস্ট গ্রহন করবে না।

" যদিও সামহোয়্যারইন ব্লগ ২৫ জানুয়ারি ২০১২ সালে একটি পোস্টের মাধ্যমে দাবি করেছিল " সামহ্যোয়ার ইন সবসময়ই বাক স্বাধীনতার পক্ষে প্রথাবিরোধী মানুষদের কথা বলার দ্বার রুদ্ধ করে কি বাকস্বাধীনতা পাওয়া সম্ভব ??? আমার জানা মতে BTRC তাদের পাঠানো ইমেইলে কোন আইনে ব্লগারদের তথ্য চেয়েছে তা উল্লেখ করেনি। সবাই জানেন যে গত ১৭ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ইউটিউব বন্ধ। এবং এইবার ব্লগারদের নজরদারি এবং তাদের তথ্য চেয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে বাকস্বাধীনতা । যার একটা পদক্ষেপ আমরা দেখিছিলাম " অনলাইম গণমাধ্যম নিতিমালা-২০১২ " প্রণয়নের চেষ্টা। এই নীতিমালা প্রণয়নের আগে ফুঁসে উঠেছিল বাংলা ব্লগ।

প্রতিবাদ করেছিল। বাকস্বাধীনতা এবং মুক্ত চিন্তার দ্বার সর্বদা খোলা রাখতে সকল ব্লগার ঐক্যবদ্ধ হয়েছিল। তার কিছুটা নমুনা আমরা লক্ষ করেছিলাম ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ তারিখে ফিউশন ফাইভের এই পোস্ট থেকে ঃ " ইন্টারনেটকে শেকল পরানোর এই সরকারি অপচেষ্টা রুখতে হবে যে কোনো মূল্যে " আমরা আবারো বলছি " বাকস্বাধীনতায় হস্তক্ষেপ মেনে নেবো না। ইন্টারনেটকে শেকল পরানোর এই সরকারি অপচেষ্টা রুখতে হবে যে কোনো মূল্যে " **** অতিদ্রুত এই বিষয়ে সামহোয়্যারইন ব্লগের বক্তব্য চাই। এবার আসি সরকারি নির্দেশে আসিফকে ব্যান করা হলে ঃ ১।

সামহোয়্যারইন ব্লগের সার্ভার BTRC অফিসে স্থানান্তর করা হোক । ২। মোবাইল অপারেটরটা যেমন তাদের ট্যারিফ প্লান BTRC থেকে অনুমোদন করে ঠিক তেমনি বাংলা ব্লগে কোন পোস্ট আসার পূর্বে যেন তার একটা কপি BTRC থেকে অনুমোদন নিতে হয়। ৩। সকল নাস্তিকদের জন্য তৈরি " নাস্তিক নিধন সেল " আরো দ্রুত ছড়িয়ে পড়ুক ।

বন্ধ হোক মুক্ত চিন্তার দ্বার। সেই সাথে আমরা স্মরণ করবো শ্রদ্ধেয় হুমায়ূন আজাদের উক্তি " যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজনও প্রথা বিরোধী মানুষ থাকবে ততক্ষন পর্যন্ত পৃথিবী মানুষের " ৪। BTRC অনুমোদন ছাড়া কোন পোস্ট প্রদান করলে পরদিন সকালে গিয়ে তার জবাব দিয়ে আসতে হবে BTRC অফিসে । *** ঠিক এই মুহূর্তে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উচিত নোটিস বোর্ড এর আগমন । আশা রাখি সামহোয়্যার ইন ব্লগ " ব্লগারদের " ব্যক্তিগত তথ্য সর্বদা গোপন রাখতে বদ্ধপরিকর ।

এবং বাকস্বাধীনতা প্রদানে দায়বদ্ধ ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.