আমাদের কথা খুঁজে নিন

   

দেশটির নাম ফিলিস্তিন...

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন (পিএলও) ও প্যালেস্টাইন জাতীয় পরিষদ (পিএনসি) ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেছিল ১৫ নভেম্বর ১৯৮৮ সালে আলজিয়ার্স শহরে। সেই ১৯৪৮ সাল থেকে হারানো ভূমি পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত ফিলিস্তিনের শোষিত জনগোষ্ঠী। এরই প্রেক্ষিতে গত ২৩ শে সেপ্টেম্বর ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে জাতিসংঘের পূর্ণ সদস্যরাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার জন্য জাতিসংঘ মহাসচিব বান কী মুনের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন।

ইসরাঈলী দখলদারিত্ব সম্পর্কে ধারণা পেতে দেখুন ৩ মিনিটেরে এই ভিডিও ক্লিপটি এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে, ১৯৪৮ সালে বৃটেন সহ পাশ্চাত্যের সহযোগিতায় ফিলিস্তিনের ভূমি দখল করে যে ইসরাঈল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ১৯৬৭ সাল পর্যন্ত এর যে সম্প্রসারণ ঘটে সেই হারানো ভূমি ফিরে পাওয়ার জন্য এ আবেদন নয়। ১৯৬৭ সালে যে সীমানা চিন্তিত হয় তার ভিত্তিতে ফিলিস্তিনের অবশিষ্ট অংশ (এই অবশিষ্টও ইসরাঈল নানা ছলে দখলের চেষ্টা করে যাচ্ছে) নিয়ে একটি স্বাধীণ দেশ গঠণের দাবীই রয়েছে এই আবেদনে, এর বেশী কিছু নয়। আর এতেও যুক্তরাষ্ট্রের আপত্তি, ইতিমধ্যে সরাসরি ভেটো দেওয়ার হুমকিও দিয়েছে এই সাম্রাজ্যবাদী শক্তি। তবে আশার কথা বিশ্বের অধিকাংশ জনগোষ্ঠী রয়েছে ফিলিস্তিনিদের সাথে। অতি সম্প্রতী বিশ্বের ১৯টি দেশের ২০ হাজার ৪৪৬ ব্যক্তির ওপর পরিচালিত এক জরিপে দেখা যায় যে, শতকরা ৫০ শতাংশ মানুষ মনে করে তাদের সরকারগুলোর উচিত ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া।

আর গত বুধবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দাবির প্রতি সমর্থন দিয়েছে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ইউনেস্কো বোর্ডের ৫৮ সদস্যের মধ্যে ৪০ সদস্যই ফিলিস্তিনের দাবির পক্ষে ভোট দিয়েছে। পরিশেষে এই আশাই করি যে, স্বাধীণতার পথে ফিলিস্তিনের এই যাত্রা সফল হোক, দূর হোক সকল বাধা বিপত্তি, ধ্বংস হোক সাম্রাজ্যবাদীদের কালো হাত, আত্নপ্রকাশ ঘটুক ফিলিস্তিনের জাতিসংঘের ১৯৪ তম সদস্য হিসেবে... তথ্যসূত্রঃ www.bbc.co.uk/bengali/news/2011/09/110908_mb_un_palestine.shtml bangla.irib.ir/index.php/2010-04-21-08-29-09/2010-04-21-08-29-54/31259-2011-09-19-11-49-06.html ফিলিস্তিন www.banglanews24.com/detailsnews.php?nssl=3597389c86525b3ea9c1e8197e56ea2e&nttl=2011100605451361574&toppos=5  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.