আমাদের কথা খুঁজে নিন

   

ওডেস্কে ভুল করেও যা করবেন না

অনেক ভাল কাজ জানার পরও দেখা যায় হুটহাট করে অনেকের oDesk একাউন্ট সাসপেন্ড হয়ে থাকে। এ সংক্রান্ত অনেক জিজ্ঞাসা এ গ্রুপে এমনকি আমার ব্যক্তিগত মেসেজেও আসে। ব্যস্ততার কারণে অধিকাংশ মেসেজেরই উত্তর দিতে দেরী হয় অনেক মেসেজের জবাব দেয়াও হয় না। আমার জানামতে ওডেস্ক কয়েকটি বিষয় খুব গুরুত্বের সাথে দেখে সেগুলো হচ্ছে- প্রোফাইল : অনেকেই দেখা যায় নতুন সাইনআপ করে আরেকজনের প্রোফাইলের লেখাগুলো কপিপেস্ট মেরে দিলেন। তারা সাবধান।

ওডেস্কের কিছু কর্মী আছে যারা নিয়মিত প্রোফাইল পরীক্ষা করে। কারো আগে কারো পরে। ধরা পড়লে নোটিশে বা বিনা নোটিশে সাসপেন্ড হবার সম্ভাবনা আছে। পোর্টফোলিও : এক্ষেত্রেও উপরের কথাটিই প্রযোজ্য। ছবি : আপনার একাউন্টটি যদি ব্যক্তিগত একাউন্ট হয়ে থাকে তাহলে আপনার নিজের সাম্প্রতিক ছবি দিতে হবে।

কোন লোগো আ অন্য কিছু না। আর টিমের ক্ষেত্রে টিমের লোগো দিতে পারবেন। কভার লেটার : ওডেস্কের নীতিমালা অনুসারে কোন কাজে বিড করার আগে জব পোস্টটি ভালভাবে পড়ে বুঝে সেই জব পোস্ট অনুসারে কভার লেটার লিখতে হবে। একটা কভার লেটার লিখে রেখে সবখানে ওটা পেস্ট করতে থাকলে স্পামার হিসেবে সাসপেন্ড হতে পারেন। কিভাবে কার্যকরী কভার লেটার লেখা যায় এ বিষয়ে পথিক ভাই দারুন পরামর্শ দিয়েছেন এখানে বাইরে যোগাযোগ : কভার লেটার বা প্রোফাইলে কখনো ঠিকানা, ফোন নম্বর, ইমেইল, মেসেঞ্জার আইডি ইত্যাদি দেবেন না।

এগুলো শুধুমাত্র তখনই দিতে পারবেন (অন্তত ইন্টারভিউ লেভেলে) যদি আপনার এমপ্লয়ার আপনার কাছে কাজের স্বার্থে চেয়ে থাকেন। বাইরে লেনদেন : আপনার কোন এমপ্লয়ার যদি আপনাকে ওডেস্কের বাইরে পেমেন্ট নেবার প্রস্তাব করে, সরাসরি প্রত্যাখ্যান করুন। কোনভাবেই ওডেস্কের বাইরে লেনদেন করা যাবে না। পরীক্ষার প্রশ্নোত্তর ফাঁস : ওডেস্কের স্কিল টেস্টের প্রশ্নোত্তর অনেকেই নিজের ব্লগে প্রকাশ করে থাকেন। ধরা খেলে সাসপেন্ড হবেন তাতে কোন সন্দেহ নেই।

আপনার যদি একান্তই শেখানোর ইচ্ছা থাকে তবে পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করুন, কাজ শেখার জন্য টিউটোরিয়াল লিখুন। প্রশ্নোত্তর নয়। এরকম আরো কোন কারণ আপনাদের জানা থাকলে এখানে শেয়ার করতে পারেন। কোন প্রশ্ন বা জিজ্ঞাসা : ফেসবুক , টুইটার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.