ওডেস্কে যদি সঠিক উপায়ে অ্যাকাউন্ট খোলা না হয় তবে অর্থ উপার্জনের জন্য সকল পরিশ্রম-ই ব্যর্থ হয়ে যায়। যদি নতুন নতুন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন, আর যদি তা ওডেস্কের অ্যাডমিনের কাছে ধরা পরে, তাহলে একাধিক অ্যাকাউন্ট খোলার অপরাধে বিনা নোটিশে আপনার সব অ্যাকাউন্ট বন্ধ করে দিবে।
তাই আপনারা একটু সতর্কতার সাথে সঠিক উপায়ে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করুন। আর হ্যাঁ, ওডেস্কে কাজ করতে হলে প্রথমে দরকার হবে একটি ইমেইল অ্যাকাউন্ট তারপর ওডেস্ক, মানিবুকারস এবং স্কাইপি অ্যাকাউন্ট। ওডেস্কে সঠিক উপায়ে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি ধাপ-অনুসারে নিচে দেওয়া হলঃ
ধাপ-১: ওডেস্কে আপনার অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে এখানে ক্লিক করুন ।
ধাপ-২: ওডেস্কের ওয়েবসাইটটি খুললে তার উপরে ডান দিকের Sign Up লিখাটিতে ক্লিক করুন।
ধাপ-৩: ওডেস্কে আপনি কি হিসেবে কাজ করতে চান, তা এখানে সিলেক্ট করুন।
* চাকরিদাতা (Job Provider) হিসেবে অ্যাকাউন্ট করতে চাইলে, I need a contractor লিখাটির নিচের Sign Up অংশে ক্লিক করুন।
* কর্মী(Worker) হিসেবে অ্যাকাউন্ট করতে চাইলে, I need a job লিখাটির নিচের Sign Up অংশে ক্লিক করুন।
আপনি যেহেতু এই ওয়েবসাইটে কর্মী অর্থাৎ Independent Contractor হিসেবে কাজ করবেন, তাই ২ নম্বর অপশনটি সিলেক্ট করুন।
ধাপ-৪: এবার যে ফরমটি আসবে তা যথাযথ ভাবে পূরণ করে Get Started লেখাটিতে ক্লিক করুন।
ধাপ-৫: সবশেষে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে গিয়ে ইমেলটি ভেরিফাই করে দিলেই ওডেস্কের অ্যাকাউন্টটি তৈরী হয়ে যাবে এবং এটি ভেরিফাইয়ের পর থেকেই ব্যবহার করা যাবে।
প্রয়োজনীয় লিংকঃ
* জিমেইলে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন ।
* ইয়াহু-তে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন ।
* ওডেস্কে সফলতার কার্যকারী টিপস জানতে চাইলে এখানে ক্লিক করুন ।
* oDesk-এর Readiness Test এ A+ (প্রশ্ন + উত্তর) পেতে এখানে ক্লিক করুন ।
* আর্টিকেল রাইটিং (Article Writing) এর মাধ্যমে ফ্রিল্যান্সিং সাইট থেকে আয় করুন। আর্টিকেল রাইটিং শিখতে এখানে ক্লিক করুন ।
যে কোন ধরনের তথ্য / অনুসন্ধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার উন্নতি ও সফলতাই আমাদের একান্ত কাম্য।
*** ধন্যবাদ *** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।