আমাদের কথা খুঁজে নিন

   

পারসোনার রিপোর্ট করতে গিয়ে আমার এক টুকরো অভিজ্ঞতা...!!! শুনুন পারসোনার ঘটনার রিপোর্টারের মুখ থেকে (কপি পেসট )

আমি একজন ফাউ ইঞ্জিনিয়ার.। । । অভিজাত বিউটি পার্লার পারসোনা নিয়ে অনেক কিছু হয়ে গেল। বিষয়টি কারো অজানা নেই।

সংবাদমাধ্যম আর সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক ও বাংলা ব্লগের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে সবাই অবহিত হয়েছে। স্পর্শকাতর বিষয় বলে সবাই প্রকৃত ঘটনা জানার জন্য উন্মুখ ছিল। ঘটনাটি এখন আবার নতুন করে মোড় নিতে শুরু করেছে। পুলিশ তদন্ত কমিটি করেছে। বিষয়টা নাগরিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

অপরদিকে পারসোনা কর্তৃপক্ষ ও অভিযোগকারীর স্বামী যৌথ বিবৃতি দিয়ে ‘নিছক’ একটি ‘ভুল বোঝাবুঝি’র কারণে ঘটনাটি ঘটেছিল বলে তারা দাবি করছেন। ঘটনার চার দিনের মাথায় মঙ্গলবার শীর্ষ দৈনিক প্রথম আলোতেও বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানেও পারসোনা কর্তৃপক্ষ ও অভিযোগকারী চিকিৎসকের স্বামী এমন মন্তব্য করেছেন, যা তাদের আগের মন্তব্যের সঙ্গে কোনো মিল নেই। আমি নিজে একটি দৈনিকে অপরাধ বিষয়ক সাংবাদিকতার সঙ্গে যুক্ত। পারসোনার ঘটনাটি নিয়ে প্রথম দিন থেকেই আমি রিপোর্ট করছিলাম।

এনিয়ে আমার এক টুকরো অভিজ্ঞতা হয়েছে। জানতে পেরেছি, ঘটনাটি মিডিয়া ও ফেইসবুক-ব্লগে প্রচারিত হওয়ার জন্য পারসোনা কর্তৃপ আমাকে বিশেষভাবে দোষারোপ করছে। তাদের ভাষায় আমি-ই নাকি ‘নাটের গুরু’, শুনে অবাক হয়েছি। বিষয়টি সবার সঙ্গে শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছি। পারসোনার ঘটনাটি গত শুক্রবারের।

সেদিন যথারীতি আমি অফিসে বসে কাজ করছিলাম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের রিপোর্টিং সেকশনের একজন জৈষ্ঠ্য সাংবাদিক আমাকে বললেন. ‘পারসোনায় গোপন ক্যামেরা উদ্ধার হওয়ার খবর শোনা যাচ্ছে, খোঁজ নেন। ’ তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত একজন সোর্সের নাম বললেন। আমি সোর্সের সঙ্গে যোগাযোগ করলাম। ঘটনা সত্যি বলে সোর্স আমাকে ১০ মিনিট পরে ফোন করতে বলল।

দশ মিনিট পরে সে আমাকে বিস্তারিত জানাল। আমি পারসোনা সংশ্লিষ্ট আরো দুএকজনের কাছে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলাম। কথা বললাম গুলশান থানার ওসির সঙ্গে। তিনিও ঘটনার সত্যতা নিশ্চিত করলেন। প্রথম সংস্করণে খবরটি ধরানোর জন্য দ্রুত নিউজটা লিখছি।

এরই মধ্যে পারসোনা, কানিজ আলমাস ঘণিষ্ঠ দুই-একজনের সঙ্গে যোগাযোগ করলাম, তারা আমার কাছেই ঘটনাটা জানল। নিউজ লিখতে লিখতেই আমি যোগাযোগের চেষ্টা করলাম পারসোনার সত্ত্বাধিকারী কানিজ আলমাস খানের সঙ্গে। তার দুটি সেলফোনই বন্ধ। জানতে পারলাম তিনি ওই দিনই মাত্র বিদেশ থেকে ফিরেছেন। যোগাযোগ করলাম কানিজ আলমাস খানের মেয়ে দিশা’র সঙ্গে, দিশা পারসোনার পরিচালক।

কিন্তু দিশা আমাকে হতাশ করল, আমাকে এড়িয়ে গিয়ে ঘটনা সম্পর্কে তার কিছু জানা নেই বলে পাশ কাটাতে চাইল। সঙ্গে ‘কানিজ আলমাস দেশের বাইরে’ একটা মিথ্য কথাও বলল। আমি তাকে বললাম, এমন কারো একজনের নম্বও আমাকে দেন, যিনি বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন। কারণ বিষয়টি স্পর্শকাতর এবং একই সঙ্গে আপনাদের ব্যবসায়ীক সুনামের বিষয়। তিনি আমাকে সহযোগীতা করলেন না।

ফোন রেখে দিলেন। রাত তখন পৌনে ৯টা। পারসোনার বনানী শাখার ব্যবস্থাপকের বক্তব্য দিয়েই নিউজটা ছেড়ে দিলাম। এরই মধ্যে আরো দু-একটি দৈনিকের ক্রাইম রিপোর্টারের সঙ্গে যোগাযোগ হলো। জানতে পারলাম পারসোনার নিউজ সম্পর্কে সবাই অবগত।

আর ফেসবুক ও ব্লগিং করি বলে রাত ৮.৪৫ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস আপডেট করলাম। শিরোনাম ছিল- (‘সৌন্দর্য পিয়াসী নারীরা সাবধান, পারসোনা থেকে গোপন ক্যামেরা উদ্ধার...!!!)। এটিই পারসোনার ঘটনা নিয়ে ইন্টারনেটে আপডেট করা পারসোনার ভিডিও কেলেংকারী বিষয়ক প্রথম তথ্য। যেহেতু খবরটি কিছুণের মধ্যেই পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত হবে সেহেতু আমি এটা ফেসবুকে দিয়েছিলাম। পত্রিকায় নিউজ ছাপা হচ্ছে, আমজনতা এমনিতেই জানবে, ফেসবুকের মাধ্যমে জানলে তি কি? ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মুহুর্তের মধ্যেই কাছের ছোট ভাই ব্লগার শামীম মন্তব্য করল, বিস্তারিত জানতে চাইল এবং ঘটনাটি ফেসবুকের বিকল্প মিডিয়াতে শেয়ার করতে চাইল।

আমি নিউজটা তাকে শেয়ার করলাম, আর রাত ৯.৩২ মিনিটে অফিস ত্যাগ করার আগ মুহুর্তে পারসোনার ঘটনাটি আমার সামু (সামহ্যোয়ারইনব্লগ) ব্লগে পোস্ট করলাম। বাসায় ফিরছি। ফোন আসছে, কিছুণ পরপর। পারসোনা-কানিজ আলমাস-ক্যানভাস সংশ্লিষ্ট আমার পরিচিত কিছু লোকজন রয়েছে। তারা ফোন করে ঘটনাটা জানতে চাইছে।

কেউ কেউ নিউজটা কোনোভাবে আটকানো যায় কিনা তার অনুরোধ করছে। কেউ ‘এটা আবার নিউজ হয় কী করে’ বলেও মন্তব্য করছে। আমি তাদের সাধ্য মতো বোঝানোর চেষ্টা করছি। স্পর্শকাতর বিষয়, নিউজ ভ্যালু অবশ্যই রয়েছে এবং কিছু একটা ঘটেছে বলে ঘটনাটাই নিউজ। এমনকি ঘটনাস্থল থেকে পুলিশ কিছু জিনিস জব্দও করেছে।

আমি তাদের যোগ করলাম, আমার হাতে মতা কম, আমি সামান্য রিপোর্টার, নিউজ দেওয়ার পর সেটি আটকানো আমার পে সম্ভব নয়। দু-একজন বলল, ‘টাকা লাগলে নে, কত লাগবে?’ আমি ইয়ার্কি করলাম, ‘টাকা নেওয়ার মতো যোগ্যতা এখনো আমার হয় নাই। ’ ‘চাকরীটা খোয়ানোর ব্যবস্থা করিস না। ’ বাসায় এসে কম্পিউটার খুলে দেখি, পোস্টটিতে অনেক মন্তব্য পড়া শুরু করেছে। কেউ কেউ নিউজের সূত্র চাইছেন।

এরই মধ্যে দু-একজন মন্তব্য করলেন নিউজটা মাছরাঙ্গা ও সময় টিভিতে দেখিয়েছে। ফেসবুকে ‘বিকল্প মিডিয়া’ নামে একটা পেইজ আছে শামীমের। নিউজটা সেখানে ছেড়ে দিয়েছে। সঙ্গে আমার নামের ক্রেডিটটা এমনভাবে দিয়েছে যে কেউ কিক করলেই আমার ফেইসবুক পেইজে চলে আসতে পারে। স্পর্শকাতর বিষয়, ইন্টারনেটে ঝড় উঠে গেছে।

সবাই বিষয়টির সত্য মিথ্যা জানার জন্য অধীর আগ্রহে অপো করছে। পরদিন সকালের খবর, যুগান্তর, সমকাল, মানবজমিনসহ কয়েকটি পত্রিকায় নিউজটি প্রকাশিত হলো। পরদিন অফিস থেকে আমাকে বলা হলো পারসোনার ঘটনাটি ফলোআপ করার জন্য। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বললাম। বিকেলে অফিসে গিয়ে ফোন করলাম কানিজ আলমাসের কাছে।

এরই মধ্যে বিষয়টা চাউর হয়ে গেছে। ফেসবুক ও ব্লগে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ফেসবুক থেকে পারসোনা তাদের পেইজ সরিয়ে নিয়েছে। ফোন ধরেই কানিজ আপা আমাকে বললেন, ‘লাবু, গতকাল নিউজটা ছাড়ার আগে আমার সঙ্গে একটু কথা বলতে পারতে। ’ আমি বললাম ‘আপনার মোবাইলে রাত ৯টা পর্যন্ত ট্রাই করেছি, বন্ধ ছিল।

’ তিনি স্বীকার করলেন, ‘মোবাইল বন্ধ ছিল। ’ ল্যান্ড ফোনে কথা শুনতে ঝামেলা হচ্ছিল বলে নাম্বার নিয়ে তিনি আমার মোবাইলে ফোন দিলেন। তার সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা হলো। আমি বললাম, ‘ঘটনাটি যদি নিছক ভুল বোঝাবুঝি হয়, তাহলে একটি সংবাদ সম্মেলন করেন। সাংবাদিকদের ব্যাখা করেন।

তা না হলে কিন্তু স্পর্শকাতর বিষয়, অনেক দূর পর্যন্ত গড়াবে। ’ দ্বিতীয় দিন পার হলো। এদিকে শামীম আমার কাছে নিয়মিত ঘটনার আপডেট নিয়ে বিকল্প মিডিয়া ছাড়ছে। ফেসবুক-ব্লগে সবাই আপডেট জানতে পারছে। শামীম বিকল্প মিডিয়ার রিপোর্টগুলোতে আমার নামের ক্রেডিট দিচ্ছে, ফলে পারসোনা কর্তৃপ ভাবলেন, আমি বিষয়টা সবার কাছে ছড়াচ্ছি।

তার আমাকে নিয়ে নানা কিছু মন্তব্য করছে। আমি কিছু কিছু জানতে পারছি, কিছু জানতে পারিনি। তাদের অনেকের বক্তব্য, ‘অভিযোগকারী ওই চিকিৎসকের সঙ্গে নাকি আমার আগের পরিচয় ছিল, আমিই উদ্দেশ্যমূলকভাবে এটি করছি’ ‘আমি অন্য কোনো একটি বিউটি পারলারের কাছ থেকে টাকা খেয়ে এটা করছি’ ‘আমি একটা কালপিঠ’। আরো অনেক কিছু লিখে শেষ করা যাবে না। একটি প্রভাবশালী দৈনিকের ফটোসাংবাদিক, সঙ্গত কারণে নামটা বলছি না, তিনি পারসোনা-কানিজ আলমাস ঘণিষ্ঠ, আমাকে চেনেন।

আমাদের এক বন্ধুর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে তার, বিষয় আমি। আমি কেন বিষয়টি এভাবে ছড়াচ্ছি। আরেক আড্ডায় তিনি মন্তব্য করেছেন, ‘লাবু কাজটা ঠিক করেনি। কানিজ আলমাসের হাত অনেক লম্বা। তিনি যেমন ভালো তেমনি খারাপ।

লাবুকে দেখে নিবে। প্রয়োজনে তাকে শেষ করে দিবে। ’ আমি শুনি আর হাসি, হাসি কারণ আমার উপর তাদের বিলা হওয়ার কারণ দেখে। যেখানে হাজার হাজার তরুণ-তরুণী বিষয়টি নিয়ে সচেতনতা ও প্রকৃত কারণ জানানর জন্য উদগ্রীব, সেখানে আমাকে দোষী করার কারণ দেখে। যদিও আমাকে কেউ এখনো মোবাইল করে কোনো হুমকি-ধমকি দেয়নি।

সর্বশেষ জানতে পারলাম, কানিজ আলমাসের ঘণিষ্ঠরা একটা মানহানি মামলা করার পরামর্শ দিচ্ছে। সেখানে আমাকেও জড়ানো হতে পারে। আমি বলি করো, আমার সমস্যা নাই, আমি তো বানোয়াট কিছু লিখি নাই। আমার কোনো ভয়ও নাই। তোমরাই আরো ধরা খাইবা।

তাদের অভিযোগ, ফেসবুকে-ব্লগে আমি বিষয়টা ছড়িয়েছি। অভিগো মানছি, কিন্তু আমি ছড়ায়নি। আমি কেবল আমার একটা মত প্রকাশ করেছি মাত্র। একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আর প্রতিদিনের পত্রিকার জন্য করা নিউজটা ফেসবুকের বিকল্প মিডিয়াতে ছাড়ছিল শামীম। এইখানে আমার অপরাধ কি? আমি স্ট্যাটাস কিংবা ব্লগ পোস্ট না করলেও তো অন্যরা করত এবং করছে।

এবার আসি সেই সেবাগ্রহীতা ও তার স্বামী প্রসঙ্গে। শেষ পর্যন্ত তারা পারসোনা কর্তৃপরে সঙ্গে সমঝোতা করলেন। বিবৃতি দিয়ে সেবাগ্রহীতার স্বামী দাবি করলেন, বিষয়টা ঘটনার দিনই মীমাংসা হয়ে যাওয়ায় তারা অভিযোগ করেননি। অথচ ঘটনার পরদিন আমার সঙ্গে কথা বলার সময় তিনি ভীষণ ুব্ধ ছিলেন পারসোনার উপর। বললেন, ‘সামাজিক সম্মানের জন্য আমি কিছু করতে পারছি না।

আপানার এর বিচার করুণ। সঠিক ঘটনাটা তুলে ধুরুণ। সুষ্ঠ তদন্ত হোক। পারসোনা কর্তৃপরে বিচার হোক। ’ আরো অনেক কিছু।

তাহলে তিনি তিন দিনের মাথায় কেন বিবৃতি দিলেন। কিছুই যদি ঘটে না থাকে তাহলে তিনি সেদিন এত উত্তেজিত ছিলেন কেন? তিনি কি আসলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করেছেন? উদ্দেশ্য সফর হওয়ার পর এখন সমঝোতায় হাত মিলিয়েছেন। তা হলে তো তার বিরুদ্ধেই পারসোনা কর্তৃপরে মানহানি মামলা করা উচিত। পুনশ্চ, পারসোনার ঘটনাটি নিয়ে ফেসবুক-ব্লগে কিছু বিকৃত মন্তব্য ও পোস্ট করা হয়েছে। যেগুলো আসলে প্রয়োজন ছিল না।

এতে প্রকৃত ঘটনা হালকা হয়ে যায়। এটা যারা করেছেন তারা ঠিক করেননি। আমি এটাকে কখনোই সমর্থন করিনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.