বদলে দাও শিরনামে যারা সারা বাংলাদেশে আলোড়ন তুলেছিল সেই তারা আবার বদলে দিতে চাই পারসোনার কুকর্ম । কি কারনে তারা এটা করছে তা আমার অজানা । তারা আবার কালের কন্ঠ পত্রিকাকে হলুদ সংবাদপত্র বা রিপোটার্রদের হলুদ সাংবাদিকতা বলে প্রচার করে। যে খবরে বিভিন্ন ব্লগ গুলো মানুষের সামাজিক নিরাপত্তার অধিকার চেয়ে ব্যাকুল সেখানে তারা পারসোনার গুনগান করছে। প্রথম আলোতে লেখা হয়েছে “ পারসোনার কাছ হতে জব্দ করা হার্ডডিস্কে পুলিশ কিছু পায় নি।
“ স্বস্তিমুলক বাক্য। যেন মতিউর রহমান স্যারের সাথে কানিজ আলমাস খানের গোপন ক্লিপস খুজে পাই নি পুলিশ । কানিজ খালাম্মা নাকি প্রথম আলো থেকে কবে কি একটা ছাইপাশ পেয়েছে, সেই জন্য হয়ত প্রথম আলো তাকে মাথায় তুলে নাচছে। নাকি প্রথম আলোর সকল মহিলা কর্মচারীর স্পা করা ফ্রি? তারপর সেই স্পার গোপন ক্লিপস বিদেশে রপ্তানি করে পারসোনার ৩৫০০ কর্মচারীর ভোগের পন্য কিনে দেন কানিজ? আবার বড় বড় মুখ করে বলে “ আমরা সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানাব “। কানিজ আলমাস খানের মত নারীরা যারা নারীত্ব বিসর্জন দিয়ে অন্য নারীদেরকেও এই পথে টানছে তাদের কঠোর বিচার চাই নইলে এ দেশে পরিমল, আকমল, মখমলের মত হাজারো মাংস খেকো মানুষ নতুন উদ্যমে এগিয়ে যাবে আপনার মা বোনের দিকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।