প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯) #
স্রোত কে আমি ভেঙে দ্বি। আমি আর আমিত্ব মিলে ভোর। নিকোটিনের প্রগাঢ় অনুভব আমায় টেনে নিয়ে যায় সমুদ্রে। উঠে আসে ডলফিন, তার কাঁধে বিশাল হয়ে গাঙচিলের ডানা। আমি মুগ্ধ হয়ে উঠি অপার্থিব জোছনায়।
সেই চনমনে দুপুরের নির্জনতায় আমি পান করে নিলাম এক গেলাস সতেজ জোছনা!
#
তোমার নাম হতে পারে কামিনী। তোমার নাম হতে পারে আফ্রোদিতি। তোমার নাম হতে পারে সেন্ট টেরেসা।
তোমার নাম দিলাম হেলেন। তোমার নাম দিলাম সীতা।
#
আমাকে স্পর্শ কোরো না।
ডলফিন কে ডাঙায়!
আমি চাই না আর।
সূর্য কে নিষেধ!
আমি প্রদীপ হতে চাই না।
এই অন্ধকারেও?
না। এখানে নয়।
স্রোতের মিছিলে?
আমি ভোর দেখতে চাই। নির্জন ভোর। কারো ঘুমের অংশ নয়।
আমি কি ভোর নই?
না। তুমি দুপুর।
#
পরাজয়।
সংজ্ঞায়ন কীভাবে হবে এটার? অপ্রাপ্তির নামই কি পরাজয়?
দেহের সমুদ্রে চর জেগে উঠলে লিলুয়া বাতাস। মনের সমুদ্রে চর উঠলে কোথায় হাত বাড়াস!
পরা ও জয়। পরাজয়। জয়ের ভিন্ন প্রকাশ নয় কি!
#
তোমার নাম দিয়েছিলাম হেলেন।
হেলেন,নিষিদ্ধ গ্রন্থের কথা স্মরণ করো। ভীত হও। এটা বিস্তৃত বনভূমি। মননে না জাগাতে পারলে ভোরের আলো ফিকে ফিকে লাগবে।
হেলেন।
কবিতার মত ঈশ্বর আর হয় না।
হেলেন, কোথায় যাও?
-ঈশ্বরের কাছে!
#
আমরা রাত নামক কাঁথা গায়ে উষ্ণতা নামক ভালোবাসা ভাগ করে নিতে নিতে প্রহর গুণি অন্যরকম এক পাখির। সে অ্যালবাট্রাসের মত। আবাবিলের মত। সাঁই সাঁই উড়ে আসছে!
#
ব্রুনো, তুমি কী পরাজিত?
না।
জয় কোথায় তবে!
তুমি কী শোনো নি, শেষ কথাগুলো!
হ্যাঁ, অক্ষমতাও হতে পারে।
ঠিক। তবে এটা ভিন্ন। আমি স্রোতকে স্বাভাবিক রেখেছিলাম।
রাখতে হলো।
নয় কি?
ব্রুনো,তুমি স্রোত কে সমুদ্রে যেতে দিয়েছিলে। তারপর আশ্রয় নিলে শুণ্যতায়। এটা কী উদারতা?
না। এটা পরাজয়। তবে জয়টা এখানেই।
যেমন!
আমি বলেছিলাম, বাঁধ দেবো না কলকলে। আমি দেই নি। আমাকে পিছুডাকা হয়েছিলো।
যাওনি কেন?
সমুদ্রে যাবার ইচ্ছা সুতীব্র আর দীর্ঘভাবনা ছিলো। আবেগ কে প্রশ্রয় দেয়ার মানে পাই নি তখন।
এটাই জয়?
না।
তবে?
ব্রুনো, কী হলো, কোনটা জয় তবে?
আমি জানি না একে জয় বলা চলে কি না। তবে আমি সমুদ্রে মেশার আকুতি শুনে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম। নিজেকে সূর্যরুপে দেখলাম। আমি পুড়িয়ে দিতে চাইলাম মন্দির ও পূজারী।
কিন্তু আমি নিয়ন্ত্রণ করলাম। রোদ বিকিরণ করে করে আমি অন্ধকার হয়ে গেলাম। তারপর বুঝলাম, স্রোত কেবল সমুদ্র নয়, সূর্যও ভালোবাসে। সে কেবল সূর্যে যেতে চায় না বাষ্প হবার ভয়ে।
#
আজ এখানে আকাশ নীল নয়।
আজ এখানে অমাবশ্যা।
আজ কেবল নির্মোহ হবার দিন। আজ পাখিটা উড়ে আসছে!
আসছে!অ্যালবাট্রাসের ঝড় নিয়ে গাঙচিল ডানার জোছনারঙ আবাবিল! আসছে! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।