মশিউর রহমান মিঠু মূলধারার সংবাদ মাধ্যম কাকে বলে ? যারা রাজধানী কেন্দ্রীক, রাজধানীতে বসে সংবাদ সংগ্রহ করে এবং ইচ্ছেমত সম্পাদনা করে প্রকাশ করে তাদের নাকি যারা বেশিরভাগ মানুষের জীবনচিত্র প্রকাশ করে তাদের? সাম্প্রতিক পারসোনা কেলেন্বারীর ঘটনায় মূলধারার সংবাদ মা্ধ্যম বা মেইনস্ট্রিম মিডিায়া শব্দটি বার বার ব্যবহৃত হচ্ছে। ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে দেখি দেশের বেশির ভাগ মানুষ সেখানে বাস করে সেই মফ:স্বলের খবর প্রকাশের জন্য চিপা কয়েকটা কলাম বরাদ্দ থাকে। এদিকে রাজধানীতে কে কার দিকে তাকিয়ে হাসলো, কে কাশলো সেসব খবর ভালো জায়গা দখল করে প্রকাশিত হয়। কিন্তু পারসোনা সিসি ক্যামেরা বসিয়ে কেলেন্কারীটা করে স্বয়ং রাজধানীর এাকটি অভিজাত এলাকায়। সেটার খবর বেশির ভাগ ঢাকার পরিত্রাই প্রকাশ করলো না! তাহলে এ সংবাদপত্রগুলো কাদের স্বার্থ রক্ষা করে চলে? স্পষ্ঠত: শাসিত মানুষের স্বার্থের কথা যারা বিবেচনায় আনছে না, তাদের কি মূলধারার সংবাদ পত্র বলা যাবে? যদি তাই না হয় তবে এর বিকল্পগুলো কি? একটি বিকল্প অনলাইন লেখক সমাজ । অন্য বিকল্পগুলো কি হতে পারে? জানাবেন কেউ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।