আমাদের কথা খুঁজে নিন

   

অপর্না হালদার নামক তথাকথিত ব্লগারকে কেন এখনও মডারেট করা হল না তা সবিনয়ে জানতে চাই !

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) হিন্দুরা অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছে দিন দিন । মেধায়, মননে, শিক্ষায়..... মুসলিমরা সবার নিচে । ... শফি হুজুর ঠিক বলেছে । আমরা সমর্থন করি । এটাই কি ইসলামের কথা নয় ।

এটাই তো ইসলাম ধর্ম । এই জাতীয় দুই দুইটা চরম ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিয়েও কিভাবে এই ব্লগার / তার পোস্ট এখনও ব্লগে টিকে আছে বুঝলাম না ! এই পোস্ট এবং তার মন্তব্যে ধর্মীয় উস্কানি স্পষ্ট । চরম মৌলবাদীদের যেমন ঘৃণা করি তেমনি গোরা হিন্দুদেরকেও ঘৃণা করি । আল্লামা শাফির বক্তব্য যেমন ঘৃণা করি তেমনি উগ্র হিন্দুবাদী ( ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০২ সালের মুসলিম বিরোধী দাঙ্গার জন্য অনুতপ্ত নন বলে ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, তাকে বহনকারী মোটরগাড়ি কোনো কুকুর ছানাকে চাপা দিলে সে জন্য দুঃখ অনুভব করবেন তিনি।

) এই মোদির ঘোষণাকে ঘৃণা করি । এইগুলোকে ঘৃণা করে পোস্ট দেওয়া এক কথা আর তা নিয়ে উস্কানি দিয়ে পোস্ট দেওয়া ভিন্ন কথা । যে কোন ব্লগার এটা স্পষ্টই বুঝবেন । এই ধরনের পোস্ট এবং তা ঘণ্টার পর ঘণ্টা মডারেট না করে ঝুলিয়ে রাখার কারনেই আগেও কয়েকবার সামুতে ব্লগীয় দাঙ্গা হয়েছিলো । এই ইস্যু এমনকি প্রেসক্লাবের সামনে কিংবা পত্রিকাতেও এসেছিলো তারপরেও কি সামুর শিক্ষা হয় নি ? পরিশেষে , আসুন সবাই সুস্থ্য ব্লগিং করি ।

সামু এসব উগ্রপন্থীদের এড়িয়ে এগিয়ে যাক নিজ গতিতে । (সাময়িক পোস্ট ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।