হচ্ছেটা কী? কিছু বুঝতে পারছি না। সবাই আমাকে ব্লক করছেন কেন? মনটা খুব খারাপ হয়ে গেলো। ভেবেছিলাম দুপুরে চিকেনবিরানি খাবো, কিন্তু এখন কিছুই খেতে ইচ্ছা করছে না। দই-চিরা খাবো ভেবেছি। ব্লক করাতে আমি কষ্ট পেয়ে একটি কবিতা লিখেছি।
ব্লক করলেন অপর্না ম্ময়
ব্লক করলেন অপর্না ম্ময়
কেন এমন যে হয়?
কি দোষ ছিলো আমার? (কেঁদেছি)
আমি তো তার পোস্ট প্রিয়তে (নিয়েছি)
ব্লগে আসি কবিতা এবং বন্ধুত্বের লাগি
ব্লক খেয়ে মনে হচ্ছে যাই ভাগি।
প্লিজ আনব্লক মি অপর্না ম্ময়
হৃদয়ে দুঃখের ধারা বয়।
-কাজি জছিম (সমুদ্রপুত্র)
দক্ষিণ ধলাইরপাড়, শরীয়তপুর
পাগলা পিরের মাজারের বিপরীতে
(এ্যাড মি এ্যাড মি, )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।