পর্নো চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান পিঙ্ক ভিজ্যুয়াল আগামী বছর সম্ভাব্য পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে নিজস্ব পর্নো বাঙ্কার নির্মাণের উদ্যোগ নিয়েছে। ২০১২ সালের শেষ দিকে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বলে বেশ কয়েকটি পক্ষ থেকে দাবি করা হয়েছে। এসব দাবির প্রেক্ষিতে প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নিয়েছে পিঙ্ক ভিজ্যুয়াল। এতে স্টক বার, পোল ড্যান্সিং এবং স্টুডিও থাকবে বলে জানানো হয়েছে। সিবিএস নিউজকে পিঙ্ক ভিজ্যুয়ালের মুখপাত্র কুয়েনটিন বোয়ার বলেছেন, ওই ধ্বংসযজ্ঞ থেকে আরাম এবং বিলাসবহুলভাবে বাঁচার জন্যই আমাদের এ উদ্যোগ। কারা এতে আশ্রয় পেতে আমন্ত্রণ পাবেন তাদের তালিকা করার ব্যাপারেও এখন পিঙ্ক ভিজ্যুয়াল কাজ করছে বলে জানিয়েছে। বোয়ার উল্লেখ করেছেন, মেধা এবং দৈব চয়ন ভিত্তিতেই এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পিঙ্ক ভিজ্যুয়ালের অভিনেতা অভিনেত্রী, এর সক্রিয় সদস্য এবং টুইটার অনুসারীরা এতে অগ্রাধিকার পাবেন বলে তিনি উল্লেখ করেন। নিরাপত্তাজনিত কারণে এটি কোথায় নির্মাণ করা হচ্ছে তা গোপন রাখা হয়েছে। ২০১২ সালের সেপ্টেম্বরে কাজ শেষ হওয়া এ বাঙ্কারে ১২০০ থেকে ১৫০০ মানুষ আশ্রয় নিতে পারবে বলে এলএ উইকলি জানিয়েছে Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।