আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত বিস্কুট সিটি

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/ বিস্কুট কত প্রকার ? আমার জানা নাই, আপনি জানেন? না জানলেও ক্ষতি নেই। বানিজ্য মেলার কল্যাণে দেখেছি নানান রং এর, নানান আকারের, নানান গন্ধের, নানান স্বাদের বিস্কুট সাজিয়ে রাখে বিস্কুট কোম্পানির প্যাভিলন গুলিতে। কখনো ওদের জিজ্ঞেস করা হয়নি বিস্কুট কত প্রকার তা ওরা জানেন নাকি। বাদ দেন, বিস্কুটের প্রকারভেদ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।

আজকের “অদ্ভুত শিল্পকর্ম” সিরিজের এই পর্বে আমরা দেখবো বিস্কুট দিয়ে তৈরি করা “অদ্ভুত বিস্কুট সিটি” মডেল। কি করে যে মানুষের মাথায় এই ধরনের শিল্প কর্মের আইডিয়া আসে তাই আমার মাথায় আসে না। আমাদের মাথায় আসুক আর না আসুক, কারো কারো মাথায় আসে, আর কারো কারো মাথায় আসে বলেই আমরা এগুলি দেবার সুযোগ পাই। তাহলে চলুন দেখে নেয়া যাক “অদ্ভুত বিস্কুট সিটি”। আবার আগামী পর্বে নতুন কোনো অদ্ভুত শিল্পকর্মের সামনে দেখা হয়ে যাবে, সেই প্রতিক্ষায়, ভালো থাকবেন সবাই।

সিরিজের অন্যান্য পর্বগুলি : অদ্ভুত চিত্রকর্ম (পেন্সিল সাপনার), গাছের পাতায় অদ্ভুত শিল্পকর্ম, ডিমের খোসায় অদ্ভুত শিল্পকর্ম, অদ্ভুত বর্ণচিত্র, অদ্ভুত সাদা স্কসটেপ শিল্পকর্ম। এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.