আমাদের কথা খুঁজে নিন

   

টেলিটক - আমাদের ফোন

সবাই ভালো থাকবেন মোবাইলে কথা আমরা সবাই বলি। একেক জনের প্রয়োজন একেক রকম। নিজের কথা যদি বলি তাহলে আমার প্রয়োজন মূলত দুই রকম। প্রথমত বন্ধু বান্ধবদের সাথে কথা বলা। যেমন কাউকে কোন জায়গায় আসতে বলা (আমি তোর হলের নিচে আছি - তুই নাম, তোকে মেইল দিছি-চেক কর ইত্যাদি), কোন কিছু জানতে চাওয়া (ক্লাস হবে কি না, কোন রুমে ক্লাস ইত্যাদি) ইত্যাদি ইত্যাদি।

বেশীরভাগ ক্ষেত্রে ১০-২০ সেকেন্ডে কথা শেষ। আর দ্বিতীয়ত, এফএনএফ নম্বরে কথা বলা। যেহেতু এফএনএফ নম্বরে বেশী কথা বলা হয়, তাই স্বাভাবিক ভাবেই আমার মত অনেকেই এয়ারটেল ব্যবহার করেন। কারন এতে এফএনএফ রেট কম (২৯ পয়সা)। কিন্তু এয়ারটেলের এফএনএফ যেই প্যাকেজে আছে, সেই প্যাকেজ থেকে এফএনএফ ছাড়া অন্য নম্বরে কথা অনেক বেশী চার্জ কাটে।

তবে যেহেতু ৩০ সেকেন্ড পালস আছে, তাই অন্যদের থেকে কম চার্জ কাটে (জিপি বা বাংলালিঙ্ক এ ৬০ সেকেন্ড পালস)। এই কারনে এতদিন এয়ারটেলেই ছিলাম। তবে ইদানিং এদের নেটওয়ার্কের অবস্থা জঘন্য। কিছুক্ষন পর পর কল কেটে যায়। জরুরী কথার মাঝখানে কল কেটে গেলে কেমন রাগটা লাগে সেটা নিশ্চয় সবাই বুঝেন।

কাজিনের ভর্তি পরীক্ষার জন্য একটা টেলিটক সিম কিনতে হল। টেলিটকের ট্যারিফ সম্পর্কে কোন ধারনা ছিলনা। আজ সকালে নেটে ঢুকে কি মনে করে টেলিটকের সাইটে গিয়ে ওদের ট্যারিফ দেখলাম। কঠিন অবস্থা। বিজয় প্যাকেজে ১ সেকেন্ড পালস আছে আবার চারটা এফএনএফ আছে।

এফএনএফ রেট ২৫ পয়সা। অন্য নাম্বারেও এফএনএফ করা যায় যার রেট ৬৫ পয়সা। আরও কাহিনী আছে। ১ সেকেন্ড পালস এফএনএফ নম্বরেও পাওয়া যাবে। আবার এয়ারটেলের মত বার বার কল কেটে যায়না।

এই তো চাই। এতদন ধরে এটাইতো খুজঁছিলাম। টেলিটক ট্যারিফ তাই ইন্ডিয়ান এয়ারটেলের পশ্চাৎদেশে লাথি মেরে আজ থেকে টেলিটকে চলে আসলাম। আপনাদের মধ্যে যাদের একই সাথে এক সেকেন্ড পালস এবং সর্বনিম্ন রেটে এফএনএফ দরকার তারাও চলে আসুন। টেলিটক আসলেই আমাদের ফোন।

আফসোস, এতদিন পরে বুঝলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।