আমি পথিক
- হ্যালো, শুনছো.....।
- হ্যা...বলো, তারপর.....
-কি তারপর?
- না মানে অনেক তো কথা হল, এবার কি নিয়ে কথা বলা যায় বলতো?
- জানি না তো!
- চলো ঝগড়া করি কিছুক্ষন।
- কি নিয়ে ঝগড়া?
- এই যেমন তোমরা মেয়েরা ঠোঁটে লিপিস্টিক দাও কেন?
- ও মা এটা একটা কথা হল নাকি?
- কেন হবে না, অর্থবোধক শব্দ যা ধ্বনির দ্বারা প্রকাশ.....একেই তো কথা বলে না কি?
-হুমম তা ঠিক আছে, তবে আমরা সবাই তো আর লিপিস্টিক ব্যবহার করি না। যেমন আমি মাঝে মাঝে দেই.....কারন এটা প্রসাধনের একটা অংশ।
- কেন তুমি মাঝে মাঝে দাও? সবসময় দাও না? কি হয় সবসময় দিলে?
- এই কি হচ্ছে ? বলি হচ্ছেটা কি?
- কেন ঝগড়া! সেই রকম ই তো কথা হয়েছিল নাকি.......
- আমি কিন্তু রাগ করছি।
- আচ্ছা ঠিক আছে আপোষ। কাল বিকালে চটপটি খাওয়াবো.....কি রাগ কমলো কিছু?
- না কমে নি। একটা কবিতা শোনাতে হবে......
- আচ্ছা শোন........
"........আকাশ কুয়াশা ছাড়া কিছুই না
শূন্যতা শুধুই জল
দেখো, এখন সবকিছুই মিশ্রিত, তবু চারপাশে আমি
খুঁজি রেখা ও আংগিক
দিগন্তের জন্যও কিছু নেই, শুধু গাঢ় অন্ধকার
রংয়ের অবশেষ
সব দ্রব্য মিলিত হয়েছে এক জলে , যে জল
আমি অনুভব করি
আমার চিবুকে গড়ানো অশ্রুর ধারায়...। "
- স্টপ ইট, স্টপ স্টপ প্লিজ...
- কি হল !
- কার কবিতা এটা?
- ফরাসি এক কবির। অনুবাদ সুনীলের....
- এটা কেমন কবিতা হল? আমি তো শুনতে চেয়েছিলাম আনন্দের একটা কবিতা।
- আচ্ছা তাই হবে...শোন তবে
" আমাদের এই জীবনে যেহেতু এসেছি আমি এক আগন্তক
শুধুই তোমার সংগে কথা বলি অজানা ভাষায়
কেননা তুমিই বুঝি হতে পারো একমাত্র আমার স্বদেশ
আমার বসন্ত, টুকরো খরকুটোর বাসা, বৃস্টিপাত বৃক্ষশাখে...."
- হুমম..মশাই আমি একটু বলি....না গেয়ে শোনাই...শুধু এক লাইন
- আচ্ছা....
- আমি তোমারও সংগে বেঁধেছি আমারও প্রান সুরেরও বাঁধনে.........।
- অনেক রাত হয়েছে শুয়ে পড়। ভালো থেকো সকাল , দুপুর , সন্ধায়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।