মানুষ চাই.....সতিকারের মানুষ খুঁজছি....
Click This Link
এই পোস্টে লেখক জানতে চেয়েছেন
টেলিটক মোবাইল কেন চলে না?
মন্তব্য লিখতে গিয়ে দেখলাম অনেক বড়ো হয়ে যাচ্ছে, তাই পোস্ট আকারে দিলাম
=============================
অত্যন্ত সময়পযোগী প্রশ্ন।
আসল সমস্যা হল টেলিটকের নেটওয়ারর্ক একদম বাজে। কথা বললে অর্ধেক কথাই শোনা যায় না, লাইন কেটে যায়।
সিম ব্যবহার করে মানুষ তো কথা বলার জন্যই, তাই না? সেখানে যদি কথাই না বলতে পারে তবে টাকা খরচ করে সেই সিম ব্যবহার করবে কেনো?
আমার পরিচিত যাদের টেলিটক আছে তাদের তো কল করতে ইচ্ছা করে না।
আসল কথা হল, যার হয় তার নয়তেই হয় আর যার হয় না তার নব্বইতেও হয় না।
টেলিটকের পরেও তো কয়েকটা নতুন কোম্পানী চালু হলো, তারাও তো এখন টেলিটককে ছাড়িয়ে গেছে। অথচ দেশে টেলিটকের ইনফ্রাস্ট্রাক্চার সবচেয়ে ভালো, প্রতিটি উপজেলায় টেলিফোন অফিস তৈরী করাই আছে যেগুলো তারা ফ্রি ব্যবহার করতে পারছে।
আপনি-আমি দেশ প্রেমের কথা বললে কি হবে? যারা কাজ করবে তারইতো টাকা খেয়ে বসে আছে।
দুর্নীতিই গোটা দেশকে খেয়ে ফেলল। টেলিটক নিয়ে কোনো আশা নেই।
ভরসা তো উঠে গেছে অনেক আগেই।
===============================
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।