“বুঝসস, জিনিসটা ৮ টাকার, কিন্তু কাম করে ৮০০০ টাকার!” “ আরে হুর, কি এক্ষান জিনিস এইডা! ফুঁকলে একটু ধোঁয়া বাইর হয়, এই যা!” “বুঝবি রে শোয়েব, যে দিন ধাক্কা খাবি, ওইদিনই বুঝবি!” “ কি যে কস মুমিন, আমি কি তোর মত নাকি রে?!! শোন, এই সব সস্তা ইমোশন আমার কিছুই করতে পারব না! ................ ....... .. “শোয়েবরে! বিড়ির দাম তো বাইড়া গেসে!! এখন তো পার স্টিক ১০ টাকা!” “ এত টেনশন নেস ক্যান? ২ টাকাই তো বাড়সে!” কথাটা বলে শোয়েব জ্বলন্ত সিগারেটের দিকে মনোনিবেশ করল। ধোঁয়াটা ছাড়লে মনে হয় যেন ভিতরের সব দুঃখও বের হয়ে যাচ্ছে। আসলেই, জিনিসটা ১০ টাকার, কিন্তু কাজ করে ১০০০০ টাকার!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।