নাট-বল্টুহীন মন্তব্য কামনা করছি ...
কবিতাটা কার লেখা জানিনা।
অনেকদিন আগে একবার কেনো এক পত্রিকায় অথবা ম্যাগাজিনে পেয়েছিলাম। খুব ভাল লেগেছিল, লিখে রেখেছিলাম।
বন্ধু আমি ছ্যাঁক খেয়েছি ছ্যাঁক
তুই তো কবি তোর কবিতায় আমার কথা লেখ।
এই তো সেদিন ছিলাম আমি সবার সেরা ছাত্র,
লেখাপড়ায় ব্যস্ত ছিলাম সকাল দুপুর রাত্র।
সু্ন্দরী এক হঠাত করে এল আমার কাছে,
বলল হেসে ইতিহাসের নোট কি তোমার আছে?
সেই ইতিহাস শুরু হল, শুরু হল প্রেম,
ছবিটা যার বাঁধানো আছে, হৃদয়টা যার ফ্রেম।
এমনি করে হঠাত করে ফেল করেছি যেই,
তাকিয়ে দেখি সবাই আছে সুন্দরী আর নেই।
এখন আমি মহাকবি, গালে খোঁচা দাড়ি,
দেখলে সবাই বুঝতে পারে ব্যর্থ প্রেমের বাড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।