সামওয়ান উইল উইন দ্য রেস কানিজ আলমাস একজন সর্বজনবিদিত বিউটেশিয়ান, অবশ্যই সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী একজন ভদ্রমহিলা। বিউটি পার্লার ব্যবসাকে তিনি একটি ভিন্ন পর্যায়ে উন্নিত করেছেন নিঃসন্দেহে। এবং এই সেক্টরে তিনি এবং তার প্রতিষ্ঠান পারসোনা অপ্রতিদন্ধি। তার কাছে-ধারে যারা আছেন বা ছিলেন (ধরা যাক ফারজানা শাকিল, উইমেনস্ ওয়ার্লড) তারাও তার হতে যোজন যোজন দূরে।
একটি প্রতিষ্ঠানের গুডউইল গড়ে ওঠা একটি কঠিন বিষয় আর সেই গুডউইল বিপক্ষ বা কমপিটেটররা ভেঙে দিতে চাইবে যেকোন মূল্যে।
এমন কি হতে পারে সাম্প্রতিক সিসি ক্যামেরা বা হিডেন ক্যামেরা ওখানে কেউ উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্লান্ট করেছিল?
আমার উত্তর না। একদম সরলভাষায় না। উনি সিসি ক্যামেরা থাকার বিষয়ে যে ব্যাখ্যা প্রদান করেছেন তা রিতিমত হাস্যকর, পাগলেরে প্রলাপ। উনি বলেছেন ইলেক্ট্রিশিয়ান ওখানে ভুলে রেখে গেছে!! কি আবাল সুলভ, অপরিপক্ক মন্তব্য!! এই মন্তব্য এটাই প্রমান করে যে উনি বিষয়টি জানেন। ভিন্নভাবে চিন্তা করলে হয়ত ভাবা যেত উনি জানেননা, কোন কর্মচারী এটা করেছে।
তার মন্তব্য ও পিঠ বাচানোর প্রলাপ শুনে সেটাও ধোপে টিকবেনা।
এই মহিলার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা সরকার ও প্রশাসনের দায়িত্ব।
বিদ্র. পোস্টের শুরুতে মহিলাকে ভদ্রমহিলা বলা হয়েছে যা প্রত্যাহার করা হলো। আমার মা-বোন-মেয়ের সম্ভ্রম নিয়ে ব্যবসা করে যে তাকে কোন মতেই ভদ্রমহিলা বিশেষন দেয়া যায়না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।