আমি এক স্বপ্ন ভোলা ভারতের পদুচেরির তিনদিবানম স্কুলের শিক্ষার্থীদের অবাকই হতে হলো। কারণ পরীক্ষা হলে শিক্ষামন্ত্রীর উপস্থিতি। পরিদর্শক হলে কথা ছিলো, কিন্তু ঘটনাটি তো তা নয়। মন্ত্রী নিজেই পরীক্ষা দিয়েছেন তাদের সঙ্গে।
কেন্দ্রশাসিত রাজ্য পদুচেরির এ শিক্ষামন্ত্রী হলেন পি এম এল কল্যাণসুন্দরম।
দশম শ্রেণীর পরীক্ষার উত্তীর্ণ হতে না পেরে ১৯৯১ সালে লেখাপড়ার পাট গুটিয়ে ফেলা কল্যাণের ৩৪ বছর বয়সে এসে মনে হলো, ডিগ্রিটা নেওয়া দরকার। তাই পরীক্ষার্থীর আসনে তার বসা।
বৃহস্পতিবার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দেওয়ার পর কল্যাণসুন্দরম টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, "অনেকে আমাকে বলেছিলো- টাকা দিয়ে তো ডিগ্রি কেনাই যায়, তবে এত কষ্ট কেন? কিন্তু আমার মনে হচ্ছে, সব কিছু নিয়মমাফিকই হওয়া উচিত। "
সংবাদ মাধ্যমের নজরে পড়তে চাননি কল্যাণসুন্দরম। তাই পরীক্ষার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন পদুচেরি শহর থেকে ৪০ কিলোমিটার দূরের ভিলুপুরাম জেলার তিনদিবানমের একটি সরকারি বিদ্যালয়।
আর মন্ত্রী পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত বিষয়টি না জানার সরল স্বীকারোক্তিও দেন স্থানীয় শিক্ষা কর্মকর্তা সি শানুমুগাম।
১৯৯১ সালে বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানে ফেল করে লেখাপড়ার পাট গুটিয়েছিলেন কল্যাণসুন্দরম। পরে মন দেন পারিবারিক ব্যবসায়। ২০০১ সালে রাজনীতির অঙ্গনে পা ফেলেন। ২০০৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে মন্ত্রিসভায় আসেন।
বৃহস্পতিবারের বিজ্ঞান পরীক্ষা ভালো হয়েছে বলেই জানান কল্যাণসুন্দরম। তিনি আশা করছেন, ৬০ এর বেশি নম্বরই তিনি পাবেন।
১৯৯১ সালের পরীক্ষায় গণিতে ৭৫ নম্বর পেয়েছিলেন মন্ত্রী। তামিল আর ইংরেজিতে যথাক্রমে পেয়েছিলেন ৪৮ ও ৪৭।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।