fun man fun আর কয়েক দিন পরই শুরু হতে যাওয়া ইংল্যান্ডের ভারত সফরেই ক্রিকেটের নতুন কিছু আইনকানুন প্রবর্তন করতে যাচ্ছে আইসিসি। পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে প্রতিটি ইনিংসে দুটি করে বলের ব্যবহার। ৫০ ওভারের এক দিনের ম্যাচে পাওয়ারপ্লেসংক্রান্ত কিছু পরিবর্তনও এনেছে আইসিসি। চলতি বছরের মে মাসে লন্ডনের এক সভায় নতুন এসব নিয়মাবলি প্রণয়নের সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।
ওয়ানডে ম্যাচে এত দিন এক ইনিংসে একটি বলের ব্যবহারই দেখে এসেছে ক্রিকেট বিশ্ব।
কিন্তু এখন থেকে এক ইনিংসে ব্যবহূত হবে দুটি করে বল। পাওয়ারপ্লের নিয়মেও কিছু পরিবর্তন এনেছে আইসিসি। আগের মতো প্রতি ইনিংসে ২০টি ওভার পড়বে পাওয়ারপ্লের আওতায়। প্রথম ১০ ওভার ফিল্ডিং সীমাবদ্ধতা থাকবে বাধ্যতামূলক। কিন্তু বোলিং পাওয়ারপ্লে নিতে হবে অন্তত ১৬ ওভার পর।
আবার ব্যাটিং পাওয়ারপ্লের পাঁচ ওভার ব্যবহার করতে হবে ৪০তম ওভারের আগেই। তবে কোনো খেলার সময় ৪০ ওভারের নিচে নামিয়ে আনা হলে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে জানিয়েছে আইসিসি।
রানআউটের ক্ষেত্রে একটা নতুন আইন অন্তর্ভুক্ত করেছে আইসিসি। উইকেটে রান নেওয়ার সময় কোনো ব্যাটসম্যান যদি ইচ্ছাকৃতভাবে ফিল্ডারের জন্য বাধার সৃষ্টি করেন এবং আম্পায়ারদের যদি মনে হয় এটা ফিল্ডারের রানআউট করার প্রচেষ্টায় বাধা তৈরি করেছে, তাহলে আম্পায়াররা তাঁকে আউট ঘোষণা করতে পারবেন।
এ ছাড়া ক্রিকেটের কোনো ফরম্যাটেই এখন আর ব্যাটসম্যানরা রানার ব্যবহার করতে পারবেন না।
কিন্তু যদি কোনো দলের নয় উইকেটই পড়ে যায় এবং সেই অবস্থায় কেউ রানার ছাড়া ব্যাটিং করতে না পারেন, তখন তাঁকে রানার নিয়ে খেলতে দেওয়া যাবে। —পিটিআই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।