আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসির তদন্তে নয়জনের নাম

যতটা ভাবা হয়েছিল, ঠিক ততটা তথ্য উঠে আসেনি। জানা যায়নি কারও নামই। তবে আজ ঢাকার একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার জগতের অনেক তথ্যই উঠে এল। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন নিশ্চিত করেছেন, তাঁদের তদন্তে উঠে এসেছে নয়জন ব্যক্তির নাম। এই নয়জন গত বিপিএলে যুক্ত ছিলেন ম্যাচ পাতানোর সঙ্গে। এই নয়জনকে এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে গঠন করা অভিযোগের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। নয়জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে ফিক্সিং অথবা স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে আনা হয়েছে আচরণবিধি ভঙ্গের অভিযোগ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.