আমাদের কথা খুঁজে নিন

   

আশ্বিনের নীল

আশ্বিনের নীল গোলাম কিবরিয়া পিনু এইবার শরতে নেমন্তন্ন জানাতে পারছি না দিকভ্রান্ত হয়ে আছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ! মাফ করো--এ আমার দীনতা ! সাদামেঘ উড়ে উড়ে যায় কাশবনও দুলতে থাকে সেই চিরচেনা রূপ--এখন কি চোখে পড়ে ? শরতের সৌন্দর্য স্থির হয়ে পড়ছে রাজবংশে ! মাটিঘেষা মানুষেরা রূপবান হতে পারছে না এই দেশে অন্তত বেশিরভাগ অংশে ! বারোভুঁইয়াদের বদলে বারোভূতে খেয়ে নিচ্ছে ধান ! মান আর থাকছে না ! মেঘমালা সাদা হতে ভয় পায় পূর্র্বঋতু থেকে আসা কুড়ুলেমেঘের আস্তরণ আশ্বিনের নীলে ! গিলে খায় প্রকৃতি-সৌন্দর্য নৃতত্ত্ব হারিয়ে যায় কোন্ নৃত্যপটীয়সীদের হাতে ? শরতের নীলাকাশ প্রসারিত হতে পারছে না বলে আমি আরও দীনদরিদ্র হয়ে যাই !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।