আমাদের কথা খুঁজে নিন

   

আশ্বিনের রাতে

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আশ্বিনের রাতে মাঝ রাত আচমকা শ্বাপদের উৎপাত নিঃঝুম আঁধার ঘর দু’চোখে নেই ঘুম জঙ্গল ঘেরা এ রাত কোথাও অমঙ্গল শব্দ রা গুমরায় এ রাত্রি নিস্তব্ধ চাঁদের নিচে এই অর্ধ-জনপদ একাকী জবুথবু দাঁড়িয়ে মাঠের ওপারে কাদের গুঞ্জন হাওয়ার বুকে যায় হারিয়ে আবছা নীলিমায় পালঙ্কের ’পর কঙ্কাবতী রয় ঘুমিয়ে বনের প্রান্তে মশাল দূত এক গোপন পায়ে পায়ে এগিয়ে ছায়া শরীর অথবা ভ্রান্তি সম্মোহন জানেনা ক্লান্তি এই নিবিড় সবুজ বনানী সত্যি কিনা আমি তা কী জানি কোন সুদূর আদিম সখ্য প্রেক্ষণের সে উপলক্ষ অরুন্ধতি প্রভাস ঋত্বিক সাক্ষীগণ বুদ্ধিবৃত্তিক ২৪ সেপ্টেম্বর, ২০১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।