আমাদের কথা খুঁজে নিন

   

বাসা খোঁজার তালে

বহুত কষ্টে অফিস ফাঁকি দিয়ে গেলাম বাসা খুজতে। সারাদিন ধরে ধরে অনেক বাসায় দেখলাম লেখা আছে। যোগাযোগ করতেই বলে, "ব্যাচেলর????" আমি আমার ভিতর হতে সব ভদ্রতা উগলে দিয়ে নতজানু হয়ে বললাম , "জ্বি!!!"। সাথে সাথে বলল, "পথ দেখেন"। আমি মনে করলাম বোধহয় উপরে যেতে বলছে রুম দেখতে। কিন্তু না তারা আমাকে গেট দিয়ে বের হতে বলল। এভাবে সারাদিন ঘুরলাম। একটি বাসা অবশ্য পেয়েছিলাম । কিন্তু দেখলাম কিছু মানুষ হাতে শাম্পু আর গলায় গামছা নিয়ে ঘুরছে, বুঝলাম কেসটা কি...চলে এলাম ভাবতে বাবতে "ব্যাচেলর হওয়াটা কি পাপ, ইয়েটা করে ফেলব নাকি?" পকেট শুন্য আর মনে ব্যাথ্যা কি যে করি...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।