আমাদের কথা খুঁজে নিন

   

বাসা বিড়ম্বনা



আমাদের নূতন বাসায় পানির সমস্যা প্রচণ্ড...উঠার আগে জানতাম না...আর উঠার পর কিছু করারও ছিলনা.... এমনও হয়েছে যে একনাগারে ৩/৪ দিনও পানি ছিলনা...দেখে আমাদের চোখ ফেটে পানি আসার উপক্রম ।মালিককে অনুরোধ আবদার কোন কিছুই করার বাকি রাখিনি কিন্তু কিসের কি ...বেশী চিল্লা চিল্লি করলে মালিক খুব চিন্তিত মুখে নিচে নেমে আসে এবং ততোধিক চিন্তিত মুখে আমাদেরকেই জিজ্ঞেস করে "কি করা যায় বলত ?"।আমরা নিষ্ফল আক্রোশে ভিতরে ভিতরে ফুসঁতে থাকি ..ইচ্ছা হয় বলি যে '''ব্রাদার,আপনার কিছু করার নেই...যা করার আমরাই করব''',,কিন্তু সভ্য সমাজে যা ইচ্ছা হয় তা কি আর করা যায় ? তো এত দুঃখ কষ্টের মাঝেও এই পানি নিয়ে মাঝে মাঝে কিছু এমন ঘটনা ঘটে যে ....... আমার এক বন্ধু সাদেক সন্ধ্যার পর দৌড়ে এসে দড়াম করে বাথরুমে ঢুকে গেল ,আমি একটা প্রোগাম নিয়ে একটু ব্যাস্ত ছিলাম তাই ভাল করে লক্ষ করিনি...একটু পর দেখি হে আমার মোবইলে মিস্ কল দেয়...কয়েকটা মিস্ কল দেয়ার পর দামড়াটাকে যরপরনাই বিরক্ত হয়ে কলব্যাক করলাম ।ফোন ধরেই হড়বড় করে সাদেক যা বলল সেটা হল "দোস্ত,আমারে বাচাঁ....না দেইখা বাথরুম কইরা হাইলাইছি.." আমার কাছে ব্যাপারটা ঠিক স্পষ্ট হলনা,আমি তখনও অন্য কিছু একটা নিয়ে ভাবছিলাম ,চিন্তিত ভাবে জিজ্ঞেস করলাম "ভাল,..তা কোথায় বাথরুম করলি ????" সাদেক এবার কাদোঁ কাদোঁ গলায় বলল "ভাই তোর পায়ে ধরি আমি লটকিত,,,আমাকে বাঁচা,,,আমারে একটু পানি আইন্না দে ভাই,বাথরুমে এক ফোটাঁ ও পানি নাই.." এতক্ষনে আমার বোধদয় হল ,,ফোন রেখেই আমি রান্না ঘরে দৌড়ালাম, দেখি চুলার পাশে ছোট বালতিটাতে এক বালতি পানি রাখা..আর যায় কোথায় দৌড়ে গিয়ে ঐটুকুই সাদেককে দিলাম।একটু পর দেখি দামড়াটা মুখে হাসি আর ভেজা ভজা চোখে বেরিয়ে আসল,এসেই আমাকে "তুই আমার প্রানের দোস্ত" বলে জড়িয়ে ধরল ।আমার সারা শরীর কেমন যেন করে উঠল ,মনে হল কঠিন একটা গন্ধ নাকে বাড়ি মারল ,জোর করে কোন মতে নিজেকে ছাড়িয়ে দূরে সরে গেলাম । আবার ফিরে এসে পিসিতে মনযোগ দেয়ার চেষ্টা করলাম,কিসের কি...দামড়াটা প্রায় নাচতে নাচতে এসে চিৎকার দিল "অ দোস্তরে চুলকায় " আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম "কি চুলকয় !?" বিকৃত মুখ ভঙ্গি আর দুই হাত পেছনে দিয়ে প্রবল ভাবে খামচাতে খামচাতে দামড়াটা বলল "আরে শালা পেছনে চুলকায়" আমার মাথায় বিদু্ৎ খেলে গেল,সর্বনাশ ,যে পানি শালারে দিলাম সেটা ঘর মোছার পানি নাত ???? খালা তো ঐ টাতে ঘর মোছার পানিই তো রাখে!! আমার চোখ মুখ শুকিয়ে গেল,এখন কি হব ??!! সাদেক ততক্ষনে মাথা নিচদিকে দিয়ে অদ্ভুত ভঙ্গীতে প্রানপ্রনে পাগলের মত চুলকে চলেছে....... একেই বোধহয় বলে গরম কড়াই থেকে একেবারে উনুনে.... (এই লেখার সমস্ত ঘটনা ও চরিএ কাল্পনিক)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।