facebook.com/almamun.sohag দেশীয় চলচ্চিত্রের হটগার্ল হিসেবে খ্যাত অলিভিয়া ও নায়ক ওয়াসীম অভিনীত বহুল আলোচিত ছবি 'দ্য রেইন'। ছবিটি নির্মাণ করেছিলেন অলিভিয়ারই স্বামী এস এম শফি। ছবিটি ১৯৭৬ সালে মুক্তি পায়। এই ছবির রুনা লায়লার গাওয়া 'আয়রে মেঘ আয়রে..' গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু তাই নয় সে সময় প্রেমিক যুগলের কাছে এই ছবিটি ব্যাপকভাবে সমাদৃত হয়।
অলিভিয়া এবং ওয়াসীমের ম্যাচিউরড অভিনয়ের কারণেই ছবিটি দর্শক সমাদৃত হয় সবচেয়ে বেশি। এই ছবির কল্যাণেই অলিভিয়া দর্শকের কাছে সেক্সি নায়িকা হিসেবে পরিচিত হন। তবে এই সময়ে এসেও অনেক দর্শক ছবিটি দেখার জন্য আগ্রহ দেখান। শুধু তাই নয় ছবির নায়ক ওয়াসীম বলেন, 'আমার অভিনীত রেইন ছবিটি এই সময়ের অনেক ছবির চেয়ে অনেক উঁচু মাপের ছবি। এধরনের ছবিই এখন নির্মিত হয়না।
আর হবেও কিনা সন্দেহ আছে। শুনেছি ছবিটির কোন কপি সিডি কিংবা ভিসিডিতে নেই। তবে যদি কোথাও থেকে থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তির উচিৎ ছবিটি দর্শকের জন্য বাজার জাত করা। ' খোঁজ নিয়ে জানা গেছে এস এম শফি তার মৃত্যুর আগে ছবিটি ফয়সাল ফিল্মসের এস এম ইদ্রিস-এর কাছে বিক্রি করে যান। তার কাছে শুধুমাত্র একটি কপিই গচ্ছিত আছে।
তবে আপাতত ছবিটিকে ভিসিডিতে বাজার জাত করার তার কোন ইচ্ছে নেই। তবে যথাযথ প্রযোজনা সংস্থা পেলে তিনি ছবিটি বাজারজাত করতে আগ্রহী। এস এম ইদ্রিস বর্তমানে তার জন্মস্থান গাইবান্ধায় রয়েছেন। মূলত তিনি একজন চলচ্চিত্র প্রযোজক এবং হল মালিক। এস এম ইদ্রিস বলেন যে আগামী মাসেই তিনি ঢাকায় এসে 'দ্য রেইন' ছবির দুটি প্রিন্ট করে হলে প্রদর্শনের ব্যবস্থা করবেন।
তাতে বলা চলে যে যদি দুটো প্রিন্ট হয় তাহলে ছবিটি দেখার জন্য যারা আগ্রহী তারা অন্তত ছবিটি দেখতে পাবেন। এজন্য এস এম ইদ্রিস আগে থেকেই ধন্যবাদ পেতে পারেন। ফয়সাল ফিল্মসের ব্যানারে এস এম ইদ্রিস সতীনাথ কন্যা, ভাই বোন, নাগ নাগিনী, জংলী রানী, জামানা ছবি নির্মাণ করেন। গাইবান্ধা শহরের তাজ সিনেমা হলের কর্ণধার তিনি। এছাড়া গোবিন্দ গঞ্জের হীরক এবং দিনাজপুরের ঘোড়া ঘাটের জনতা টকিজ-এরও কর্ণধার তিনি।
'দ্য রেইন' ছবির সংগীত পরিচালনা করেছিলেন প্রয়াত নায়ক জাফর ইকবালের ভাই আনোয়ার পারভেজ। ছবিটিতে আরো অভিনয় করেছিলেন রোজি সামাদ ও মেহফুজ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।