ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
এক বাংলাদেশী আপু বলছিলেন, লাস ভেগাস তো ঢাকার মতো লেগেছে! আমি বেশ অবাক হয়েছিলাম। গত বছর যখন 4/5 ঘন্টার জন্য লাস ভেগাস গিয়েছিলাম তখন অতটা ভাল লাগেনি বলে প্রতিবাদ করতে পারিনি। আর যখন লাস ভেগাস যাব বলে ঠিক করা হল তখন আগ্রহী লোকের অভাব দেখে মনে মনে বেশ হতাশ ছিলাম।
শেষ পর্যন্ত ঠিক হলো যাব আমরা চারজন। গাড়ী, হোটেল ভাড়া এই সব ঠিকঠাক হলে পরে, শুক্রবার সন্ধ্যা 7 টা নাগাদ বেরিয়ে পড়লাম।
যাত্রা হল ছয় ঘন্টার কিছু কম সময়ের। আমি আর গাগান পালা করে গাড়ি চালিয়ে হুভার ড্যামে পৌছলাম।
অ্যারিজোনা স্টেটকে অন্যান্য স্টেট থেকে আলাদা করেছে কলারাডো নদী। ব্ল্যাক ক্যানিয়ন থেকে বয়ে চলা পাহাড়ী খরস্রোতা এই নদী যেখানে নেভাডা স্টেট থেকে অ্যারিজোনাকে আলাদা করেছে সেখানে অবস্থিত একটি পানি-বিদু্যৎ প্রকল্প এই হুভার ড্যাম যার বিদু্যৎ উৎপাদন ক্ষমতা 2074 মেগাওয়াট। বিস্তারিত জানতে পারবেন এখান থেকে: http://en.wikipedia.org/wiki/Hoover_dam
হুভার ড্যামের একপাশে সুন্দর লেকটির নাম লেক মিড।
আমাদের পরিকল্পনা ছিল আমরা রবিবার দিন এখানটায় কায়াকিং করতে আসব। কায়াক হলো এক ধরনের নৌকা। খরস্রোতা নদীতে কায়াকিং - দারুন এক্সাইটিং হবে নিশ্চয়ই।
তো যাবার পথে হুভার ড্যামে কিছুক্ষন কাটিয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রা। শহরে পৌছে আমাদের বুক করা হোটেলটা খুঁজে বের করে একটু ফ্রেশ হয়ে নিলাম।
তারপর রাত দুটা নাগাদ বের হলাম স্ট্রিপ দেখতে।
লাস ভেগাস শহরটায় যে সমস্ত রাস্তা জুড়ে বড় বড় হোটেল, ক্যাসিনো গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সে জায়গাটুকুকে বলা হয় স্ট্রিপ। রাত দু'টায় সেখানে গিয়ে দেখি মানুষজন গিজ গিজ করছে। আমরা বিভিন্ন হোটেল আর সেখানকার ক্যাসিনোগুলো ঘুরতে লাগলাম।
লাস ভেগাসের হোটেলগুলো - মানে 5 তারা বা 7 তারা গুলো নির্মিত হয়েছে বিভিন্ন থিমকে ঘিরে।
কোনটা নিউইর্য়কের ফিচার গুলো, কোনটা প্যারিস, আলাদীন, ট্রেজার আইল্যান্ড, সিজার সম্রাট, গ্রীস, আফ্রিকা, মিশরের ফারাও রাজাদের কেন্দ্র করে নির্মিত। একসময়কার সর্বাধিক দামী হোটেল, এখন দ্্বিতীয় বৃহত্তম হোটেল বেলাজিও ঠিক কি থিম ব্যবহার করেছে বুঝে উঠতে না পারলেও তার বৈশিষ্ট্য গুলো মুগ্ধ হবার মতো। সেটা নিয়ে পরের পর্বে লিখব।
সেরাতে আমরা কিছুক্ষন ঘুরাঘুরি শেষে ভোর পাঁচটা নাগাদ ফিরে এলাম। এরমধ্যে অমিত 90 ডলার জুয়া খেলে খুইয়ে বসেছে।
সেই নিয়ে তো তার আফসোসের শেষ নেই। ঠিক হলো পরের দিন স্ট্রাটেজী নিয়ে খেলতে হবে। কিন্তু জুয়া খেলা কি স্ট্রাটেজী মেনে চলে?
ছবি পরিচিতি
1। হোটেল আলাদীন
2। হুভার ড্যাম (ইন্টারনেট থেকে)
3।
হুভার ড্যামে আমরা
4। হোটেল বেলাজিও থেকে বেরিয়ে
5। অমিত রোলেট খেলছে
6। হোটেল এমজিএম এর অভ্যন্তরে
7। হোটেল নিউইর্য়ক নিউইর্য়ক এর বাইরে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।