আমাদের কথা খুঁজে নিন

   

রাইট টু মি: সেক্সি, ডার্টি, ফ্লার্টি কেমন করে ফ্লার্টি হবেন সেক্সি টেক্সট-এ?

বিষন্নতা উচ্ছাসের উৎসব বোর্ড মিটিং-এর ফাঁকেই অয়নের হলদে কালো মোবাইলে একটা ছোট্ট বিপ শব্দ এল। মোবাইলের গায়ে হলদে রঙের খাম খুলতেই ‘কান্ট ওয়েট টু সি ইউ...! গেস ওয়াট আই এ্যাম ওয়েরিং’। চেয়ারে সামান্য নড়ে বসল অয়ন। অয়ন্তিকা। রুটিন অফিস থেকে কফি আড্ডা, ওয়াশরুমের বডি ওয়াশে-অয়ন্তিকা ছাড়া আর কিছুই ভাবতে পারে না অয়ন।

ডেটিং, দেখা, কিছুই হয়নি ওদের। অথচ অয়ন্তিকার শরীরের কোনও কিছুই আজ অচেনা নয় অয়নের। কেমন করে ঘটল এই কান্ড? না কোনও কল্পনার ‘যাদু কি ছাপ্পি’ নয়, ‘টেক্সট মেসেজ’-এর নেশাতুর বিলাস এই কান্ডের কান্ডারী। পৃথিবী জুড়ে আজ এই শব্দ খেলার যাদু জাল। এই মায়াজাল-এ ষোল থেকে ষাট কেউই বাদ নেই।

সূত্রাজিৎ আর সুমনার বন্ধুত্ব গাঢ় হল এই টেক্সট মেসেজের হাতেই। ভাষা দিয়ে ওর মনকে ছুঁয়েছিলাম সেদিন, বলল সুমনা। একেবারেই অপ্রত্যাশিত ভাবে বহু দিনের পুরনো বন্ধু অলোকের কাছে নিজেকে মেলে ধরল অমৃতা। ওরা দুজনেই বিবাহিত। কিন্তু এই মেসেজ খেলায় বিবাহিত জীবনে কোনও সমস্যা হয়নি।

“আসলে এটা ভীষণ সেফ”। অমৃতার যুক্তি। দিনের কয়েকটা সময় একটু ফ্লার্ট, একটু ফান- চলতেই পারে। আর তাহাতে এ জগতে ক্ষতি কার? নামাতে পারি যদি মনোভার? “সরাসরি আমার মনের কথা, কোনও বাঁধন না রেখেই জানাতে পারি ওকে। মুখে যা আজও বলা যেতো না”- মুচকি হাসল অমৃতা।

নতুন বন্ধুতা, গাঢ় প্রেম, শরীরী নেশা, বুনো টান- আজকের ব্যাস্ত দুনিয়ায় একের পর এক বন্ধ দরজার চাবি খুলে যাচ্ছে এই টেক্সট মেসেজের নিদারুণ মায়াবী নেশায়। সাইক্লোজিস্ট শ্রমণা সরকার জানাচ্ছেন, সব বয়সের মহিলারাই এই মাধ্যমে বেশি রেসপন্স করে থাকেন। “আসলে মেয়েদের প্রেম, শরীর, সেক্সুয়ালিটি সবকিছুকে ঘিরেই একধরণের আড়ষ্টতা আছে। এই আড়ষ্টতা কিছুটা হলেও বাইরে থেকে চাপান। আজকের দুনিয়ায় মেয়েরা টেক্সট মেসেজিং-এ নিজেদের মেলে ধরতে পারছেন সবরকমের আড়ষ্টতা কাটিয়েই।

তাই টেক্সট মেসেজিং এত জনপ্রিয়”। কর্পোরেট সেক্টরের ব্যস্ত কোয়েলের দশ বছরের বিবাহিত জীবনে জোয়ার এনেছে সেই টেক্সট মেসেজ-ই। “আমি-ই সুরজিৎকে বলি আমাদের ফোর প্লে নিয়ে এক্সপেরিমেন্ট করার কথা। অ্যান্ড নাও উই আর এনজয়িং ইট লাইক এনিথিং”। টেক্সট মেসেজ লং ডিস্টেন্স সম্পর্কেও এক নতুন উন্মাদনা নিয়ে এসেছে।

সেখানে কোথাও বনলতার মতই হাজার বছরের পথ হাঁটার প্রতিশ্রুতি। মন ছুঁয়ে মুহূর্তকে ধরার মধ্যেই যেন তৃপ্তির পূর্ণতা। এখন ডাকে চিঠি আসে না। কিন্তু মরচে পড়া এই শহরের রক্তে বাজে রঙিন ঝর্ণার সুর। এই সুর তরঙ্গের, যেখানে অক্ষর দিয়ে মুহুর্তের জন্ম হয়।

এই মুহূর্তকে ছোঁওয়া যায় না। বরং অক্ষরেরাই তৈরি করে মায়াজাল। একটা সম্পূর্ণ সাজান বাক্যের চেয়ে যা অনেক বেশি জোরদার হয়ে ওঠে। তাই অয়ন্তিকা আর অয়ন নিজেদের একেবারে না দেখেই, না শুনেই টেক্সট মেসেজের জালেই শরীরী খেলায় মেতে ওঠে। আলাদা করে দেখা হলে, পথ চললে, বোধহয় এমন নেশা ধাঁধা লাগাত না।

এই নেশার জালেই মত্ত গোটা বিশ্ব, যেখানে মনের জ্বালা জুড়োয়। আজকের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লার্টি টেক্সট মেসজ রইল আপনাদের জন্যে। ইউ লুক হট টু ডে আই ওয়ান্ট টু টাচ ইউ ওয়াননা কাম প্লে থ্যাঙ্কস্ ফর লাস্ট নাইট লাভ ইউ মোর উইথ ইচ পাসিং ডে দ্য বেস্ট ইস ইয়েট টু কাম কান্ট গেট ইউ আউট অফ মাই হেড ইওর লাভ ইস অল..আই উইল এভর নিড সুত্র : আনন্দবাজার পত্রিকা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.