বান্দরবানে যা্ওয়া হয় নাই এখনো। আগামী ২ তারিখে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চাই। সমস্যা হলো বান্দরবানের কোথায় যাবো, কিভাবে যাবো, কত সময় হাতে নিয়ে যাবো, বিপদাপদ কি ইত্যাদি বিষয়ে কোন ধারনাই নাই আমার। ব্লগে প্রায়ই বিভিন্ন জায়গায় ভ্রমন সংক্রান্ত অভিজ্ঞতা এবং টিপস নিয়ে পোস্ট পাই। বান্দরবান ভ্রমন নিয়ে দু একটা পোস্টে চোখ বুলিয়ে নিয়েছি এরই মধ্যে। কিন্তু সন্তুষ্ট হতে পারছি না। তাই সাহায্য চাচ্ছি ব্লগারদের কাছ থেকে। পরিপূর্ন একটা পরিকল্পনা যদি দিতে পারেন তবে বেশ হয় - আমরা ৪/৫ দিন সময় নিয়ে তারপর যাচ্ছি - যতদূর পর্যন্ত যা্ওয়া যায় যাবো। আপনাদের পরামর্শগুলো ভ্রমনকে আরও সহজতর করে তুলবে বলে বিশ্বাস করি ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।