পাশের বাড়ীর মেয়েটি বা ছেলেটিকে -কে মনে যতই ধরুক, তাকে বিয়ে করা যাবেনা । অন্তত: সন্তানের উচ্চতা নিয়ে যাদের উচ্চাশা রয়েছে, তাদের জন্য এ নিষেধাজ্ঞা কুদরতী দাওয়াই । কেননা গভেষকরা জানিয়েছেন যে, যে-সব মা-বাবারা প্রতিবেশী ছিলেন,তাদের সন্তানরা অন্যদের তুলনায় একটু বেঁটে হয় ।
জার্মানীর পোলিশ একাডেমী অব সায়ন্সের ইনন্টিটিউট অব অ্যানথ্রোপলজি, এ তথ্য প্রকাশ করেছে । গবষেক দলের সদস্য দারিয়ুস দানেল জানিয়েছেন যে, একই এলাকায় জন্ম নেওয়া ছেলে-মেয়েদের জিনগত গঠন কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে বিয়ে হলে, তাদের সন্তান-দের জিনগত গঠন একই ধরনের হয় এবং তাদের দাম্পত্য জীবনও স্বাচ্ছন্দ্যময় হয় না ।
কিন্তু ভিন্ন ভিন্ন এলাকায় ছেলে-মেয়েদের জিনের গঠন ভিন্নতর হয় । ফলে তাদের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের জিনের গঠনেও থাকে বৈচিএ । এতে ওই সন্তানের জিনগুলো এদের সব কাজ সমাধা করতে বেশী দক্ষ হয় ।
এমনিতেও পশ্চিমা-বাসিন্দাদের আত্মীয়-স্বজনদের মধ্যে বিবাহ বন্ধন নেই বললেই চলে । এবং এরা বিয়েও করে সাধারনত: কনে উওরের হলে পাএ দক্ষিনের হবে ।
তাদের ভাষায় ভিন্ন-ভিন্ন এলাকার ছেলে
-মেয়েদের একে-অন্যের জৈবিক আকর্ষন সম এলাকার ছেলে মেয়েদের চাইতে অনেক বেশী হয়ে থাকে ।
( একটি বিদেশী ম্যাগাজিন থেকে সংক্ষেপিত ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।