আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবেশীকে বিয়ে নয়!

‘পাশের বাড়ির’ মেয়েটি বা ছেলেটিকে যতই মনে ধরুক, তাকে বিয়ে করা যাবে না। অন্তত সন্তানের উচ্চতা নিয়ে যাদের মনে রয়েছে উচ্চাশা, তাদের জন্য তো এ নিষেধাজ্ঞা একেবারে কুদরতি দাওয়াই! কেননা গবেষকরা জানিয়েছেন, যে বাবা-মায়েরা বিয়ের আগে প্রতিবেশী ছিলেন, তাঁদের সন্তান অন্যদের তুলনায় একটু বেঁটে হয়। জার্মানির পোলিশ একাডেমী অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলজির এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষকদলের সদস্য দারিয়ুস দানেল জানিয়েছেন, একই এলাকায় জন্ম নেওয়া ছেলে-মেয়েদের জিনগত গঠন কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানের জিনগত গঠন একই ধরনের হয়। এতে বৈচিত্র্য থাকে না।

কিন্তু ভিন্ন এলাকায় জন্ম নেওয়া ছেলে-মেয়েদের জিনের গঠন ভিন্নতর হয়। ফলে তাদের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানের জিনের গঠনেও থাকে বৈচিত্র্য। এতে ওই সন্তানের জিনগুলো এদের সব কাজ সমাধা করতে বেশি দক্ষ হয়। দক্ষতার সুবিধা হিসেবে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় শক্তি খরচ হয় বৈচিত্র্য না থাকাদের তুলনায় কিছুটা কম। আর বেঁচে যাওয়া ওই শক্তি শরীরের উচ্চতা নির্ধারণ-প্রক্রিয়ায় ব্যয় হয়।

ফলে এ সন্তানদের উচ্চতা একই এলাকায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা বাবা-মায়েদের সন্তানদের তুলনায় কিছুটা বেশি হয়। গবেষকরা বলছেন, বাবা-মায়ের স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, জীবনাচরণ, আর্থ-সামাজিক অবস্থা ইত্যাদিই মূলত সন্তানদের শরীর-স্বাস্থ্য ও উচ্চতার মূল নির্ণায়ক হিসেবে এত দিন জানা ছিল। তবে এবার এ গবেষণার পর বাবা-মায়ের জন্মস্থানের ভৌগোলিক দিকটিও গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হিসেবে যুক্ত হলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।