দ্বিতীয় মহাযুদ্ধে সমগ্র ইউরোপের সব দেশ পরস্পর মহাশ্ত্রু ছিল। জারমানরা ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়ামের ওপর নিদারুন অত্যাচার করেছিল বছরের পর বছর ধরে। অথচ আজ সব ভুলে তারা বন্ধু হয়ে সকলেই উন্নতির শিখরে উঠে গেছে। ভারত উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ১৯৪০ সাল থেকে পরস্পরকে অবিশ্বাস করে, হিংশা করে, নিজেদের শক্তি ক্ষয় করে চলেছে। ক্রমে দরিদ্র হয়ে যাচ্ছে। আমরা শুধু প্রতিবেশীকে শত্রু করে চলেছি, মনের দিক দিয়ে দরিদ্র হয়ে চলেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।