আমাদের কথা খুঁজে নিন

   

সাউথ আফ্রিকা, Goldfields FET College, যে খানে পড়া-শুনা করি

আমি ব্যক্তিগত ভাবে খুব অলস। বাংলা টাইপিং ও ভালোভাবে জানি না,তাই ব্লগে কখনো লেখা হয়নি। যা হোক আজ আমি আমাদের কলেজ সম্পর্কে লিখব। উল্লেখ্য যে সাউথ আফ্রিকায় মাধ্যমিক শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত। দ্বাদশ শ্রেণী পাশ করে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়।

কলেজ গুলো সাধারণত FET কলেজ অর্থাৎ Further Education and Training College বা কারিগরি কলেজ নামেই পরিচিত। আমাদের দেশের কলেজ গুলোর মত এখানে ঢালাও ভাবে ডিগ্রি কোর্স করানো হয় না। বিভিন্ন কারিগরি বিষয়ের উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানো হয়। আমি যে কলেজে পড়ি এটিও একটি FET কলেজ এবং সরকারি কলেজ। কলেজে মোট তিন টি ক্যাম্পাস ও প্রায় ছয় হাজার ছাত্র-ছাত্রী পড়া-শুনা করে।

প্রতিটি ক্যাম্পাসেই বিজ্ঞানাগার, ওয়ার্কশপ, কম্পিউটার ল্যাব, পরীক্ষা হল বা মিলনায়তন, ক্যাফটেরিয়া এবং প্রতিটি শ্রেণী কক্ষেই মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে। এক কথায় মোটামোটি সব শিক্ষা উপকরণই বিদ্যমান। আমাদের কলেজে প্রায় ২৫ টিরও অধিক বিষয়ের উপর ডিপ্লোমা, সার্টিফিকেট ও শর্ট কোর্স করানো হয়। শিক্ষা পোগ্রাম মুলত ৩ ভাগে বিভক্ত ১ শর্ট কোর্স ৩, ৬, ১২ মাস মেয়াদি। ২ NCV ন্যাশনাল সার্টিফিকেট ভোকেশনাল যা ৩ বছর মেয়াদি।

ভর্তি যোগ্যতা নবম শ্রণী পাশ এবং যা NCS ন্যাশনাল সিনিয়র সার্টিফিকেট দ্বাদশ শ্রেণী সমমান। ৩ NATED পোগ্রাম যা ১ম থেকে ৬ষ্ট লেভেল পর্যন্ত বিদ্যমান। NATED পোগ্রাম লেভেল ১ম ভর্তি যোগ্যতা নবম শ্রেণী পাশ এবং ৪র্থ লেভেল ভর্তি যোগ্যতা দ্বাদশ শ্রেণী পাশ। প্রতিটি লেভেলের মেয়াদ কম পক্ষে ৩ মাস এবং প্রতিটি লেভেলে কমপক্ষে ৪টি বিষয় পড়তে হয়। কেউ যদি ইচ্ছা করে একটি বিষয় নিয়েও পড়তে পারে, এ হিসাবে ছাত্রর উপর নির্ভর করে সে কয় দিনে কোর্স টি শেষ করতে পারবে।

যথাযথ ভাবে ৬ টি লেভেল শেষ করার পর ১৮ মাস প্রাকটিস করে ডিপ্লোমার জন্য আবেদন করতে পারবে। ডিপ্লোমা প্রাপ্ত ছাত্ররা কম পক্ষে এক বছর পড়াশুনা করে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি নিতে পারে। উল্লেখ্য NCV ও NATED পোগ্রামের যে কোন লেভেলে যে কেউ ইচ্ছা করলে কর্ম জীবনে চলে যেতে পারে এবং তাকে ঐ লেভেলের সাটিফিকেট দেওয়া হয়। আজ এই পর্যন্ত , আরেক দিন কলেজের ছবি নিয়ে আকটি পোষ্ট দিব। কলেজের ওয়েব সাইট http://www.goldfieldsfet.edu.za ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.