তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার তথা ইন্টারনেটের ব্যবহার অতীব জরুরী। সেক্ষেত্রে প্রায় সকল শ্রেনীর মানুষই ইন্টারনেট ব্যবহার করে থাকে। কিন্তু বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক সাইটে দেখা যায় যে নামে বেনামে একাউন্ট খুলে প্রকৃত তথ্য গোপন করে এ সমস্ত সাইট গুলোর অপব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে পুরুষ-মহিলা সবাই অংশগ্রহন করছে।
একটু থেয়াল করলে দেখা যায় পুরুষ-মহিলা সকলের একাউন্টেই বিভিন্ন ধরনের ছবি, এ্যানিমিশন, ভিডিও ক্লিপস আপলোড করা হয়।
সেক্ষেত্রে সু-রুচি ক-রুচি উভয়েরই সাড়া পাওয়া যায়।
তবে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক বেশি খোলামেলা। মেয়েদের একাউন্টে বিভিন্ন ধরনের কু-রুচি সম্পন্ন মন্তব্য, ছবি, ভিডিও ক্লিপস দেখা যায়।
আসল কথা হল মেয়েরা ছেলেদের তুলনায় অনেকটাই প্রকৃতির হয়ে থাক। তারা তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে হয়তব অনেক কিছুই শেয়ার করে কিন্তু তা একটি নির্দিষ্ট সীমার মধ্যে।
সেদিক থেকে তারা ইন্টারনেটকে নিজেদের জন্য আলাদা একটি জগৎ ভেবে নিয়েছে। তাই তারা স্বাভাবিকের চেয়ে ইন্টারনেটে একটু বেশি খোলামেলা।
প্রিয় পাঠক ভাই-বোনেরা কাউকে ছোট করার জন্য আমি এই ব্লগটি লিখিনি। আমি শুধু প্রকৃত সত্যটি লিখেছি।
অবশ্যই মন্তব্য লিখবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।