প্রদীপ হালদার,জাতিস্মর। অতীত,বর্তমান আর ভবিষ্যৎ এই নিয়েই তো সময় । সময় এগিয়ে চলেছে । সময়ের সাথে দৌড়াতে গিয়ে আমরা পদে পদে হোঁচট খাচ্ছি । আবার উঠে দাঁড়াচ্ছি ।
আবার দৌড়াচ্ছি ।
আমি বলেছি বই মানুষকে পরিচালনা করে । বই পড়ে পড়ে মানুষ এগিয়ে চলেছে । এই চলা কোনদিনও থামবে না। এখন যাকে সত্য বলে জানছি, কিছুদিন পরে তাকে আবার মিথ্যা বলে জানছি।
যখন সত্য বলে জেনেছিলাম তখন সময়টা ছিল বর্তমান। আর যখন সেটাকে মিথ্যা বলে জানছি তখন সময়টা হলো বর্তমান। আর সত্য বলে জানার সময় বর্তমানটা হয়ে গেলো অতীত । বর্তমান উচ্চারণ করার পরই তা অতীত হয়ে গেলো । অতীত অতীতই ।
অতীতে যা সত্য ছিল , তা অতীতে সত্য । বর্তমানে যদি সেটাকে মিথ্যাও বলি ,কিন্তু এই সময়ে এটাই সত্য । আমরা কেবল তুলনা করি । আর মনে হয় একজন পিছিয়ে , অন্যজন এগিয়ে । সময়ই বলে দেয় কোন্ সময়ে কে শ্রেষ্ঠ ?
আজ যদি কেউ বলে আলোর চেয়ে দ্রুত গতিতে ছোটে নিউট্রিনো কণা ।
অবাক হওয়ার কিছু নেই । পদার্থবিদ্যা নতুন করে লিখতে হলে লিখতে হবে । যখন ভূত প্রমাণিত হবে কিংবা জাতিস্মর প্রমাণিত হবে তখন অনেক কিছুই বদলে যাবে । সেটি দেখার জন্য সময়ের অপেক্ষা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।