উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা ১। দিগন্ত Television:
(সাপ্তাহিক ব্লিট্জ থেকে নেয়ার পর অনুবাদিত)
মালিক Jamaat-e-Islami র মীর কাশেম আলি। বিএনপি জামাতের সময় পাওয়া লাইসেন্স।
২। ন্যশানাল Television [NTV]:
মালিক মোসাদ্দেক আলি ফালু; বিগত সরকারের প্রাক্তন রাজনৈতিক সচিব।
ঐসময় লাইসেন্স পাওয়া।
৩। ইন্ডিপেন্ডেন্ট Television:
মালিক পক্ষ BEXIMCO Group এবং সালমান এফ রহমান প্রধান কর্ণধার। তাকে আওয়ামি লীগ এর সক্রিয় সদস্য বলে মনে করা হয়। লাইসেন্স 2009 সালে পাওয়া।
৪। দেশ TV:
আওয়ামি লীগ এর সক্রিয় সদস্য ও সাবেক এম পি জনাব সাবে হোসেইন এর কর্ণধার বলে মনে করা হয়। লাইসেন্স 2009 সালে পাওয়া।
৫। মোহনা TV:
এর কর্ণধার বলে মনে করা হয় জনাব কামাল আহমেদ মজুমদারকে, তিনি আওয়ামি লীগের প্রভাবশালী সদস্য ।
লাইসেন্স 2009 সালে পাওয়া।
৬। বিজয় TV:
এর কর্ণধার বলে মনে করা হয় জনাব মহিউদ্দিন চৌধুরীকে, তিনি আওয়ামি লীগের প্রভাবশালী সদস্য। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। লাইসেন্স 2009 সালে পাওয়া।
তবে বেশ কিছু শেয়ার তিনি একটি ব্যক্তি চ্যনেলের কাছে বিক্রি করে দিয়েছেন।
৭। সময় TV:
এর কর্ণধার বলে মনে করা হয় উকিল কামরুল ইসলামকে, তিনি প্রতি মন্তৃ ও আওয়ামি লীগের প্রভাবশালী সদস্য । লাইসেন্স 2009 সালে পাওয়া।
৮।
চ্যনেল 9:
জনাব সৈয়দ আশরাফ কে এই চ্যনেল এর কর্ণধার বলে মনে করা হয়। তিনি এলজিআরডি মন্তৃ ও আওয়ামি লীগের প্রভাবশালী সদস্য। লাইসেন্স 2009 সালে পাওয়া।
৯। GTV:
গাজী TV বা GTV কোন এক আওয়ামি লীগের প্রভাবশালী সদস্য কর্তৃক মালিকানা নেয়া।
লাইসেন্স 2009 সালে পাওয়া।
১০। একাত্তুর [71 TV]:
প্রভাবশালী সাংবাদিক ও ইউনিয়ন উদ্দোক্তা জনাব মোজাম্মেল বাবু এর এর কর্ণধার বলে মনে করা হয়। লাইসেন্স 2009 সালে পাওয়া। তাকে আওয়ামি লীগ মনোভাবাপন্ন বলে মনে করা হয়।
এর বাইরে নিশ্চয়ই কিছু টিভি চ্যনেল আছে। ঐগুলির মালিকানা ও লাইসেন্স প্রাপ্তির সাল জানাতে পারলে তালিকা পূর্ণ হোত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।