আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৭.১৯ শতাংশ

বৃহস্পতিবার আটটি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের এসএসসির ফল ঘোষণা করা হয়।
বিদেশে শতভাগ পাস করা তিন কেন্দ্র হলো- জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল এবং আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল।
এর মধ্যে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে সর্বোচ্চ ৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৪৭ জন শিক্ষার্থী।
অন্য কেন্দ্রগুলোর পাসের হার যথাক্রমে রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল ৯৪ দশমিক ১২ শতাংশ, দোহার বাংলাদেশ মাশরুর- উল-হক মেমোরিয়াল হাই স্কুল ৯৮ দশমিক ৩৩ শতাংশ, আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুল ৯৩ দশমিক ৩৩ শতাংশ এবং বাহরাইনের রাজধানী মানামার বাংলাদেশ স্কুল ৮৬ দশমিক ৬৭ শতাংশ।
এই সাতটি কেন্দ্র থেকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া দুইশ ৮৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে দুইশ ৭৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ৭৫ জন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।