পবিত্র রমজান মাসে হরতালকে উত্সবে পরিণত করে ফেলেছে হরতাল আহ্বানকারীরা। আজ সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
বিজ্ঞপ্তিতে আগামীকাল মঙ্গলবারের ডাকা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, রমজান মাসে হরতালকে উত্সব হিসেবে নিয়ে হরতাল আহ্বানের প্রতিযোগিতায় নেমেছে জামায়াতে ইসলাম, গণজাগরণ মঞ্চ ও বাম কয়েকটি সংগঠন, যা ব্যবসায়ীদের কাছে অনভিপ্রেত।
এফবিসিসিআই বলেছে, রমজান মাসে হরতাল মানেই রোজাদারদের অবর্ণনীয় কষ্ট, ভোগ্যপণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি, পণ্যের মূল্যবৃদ্ধিসহ জনজীবনের অসহনীয় দুর্ভোগ। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ও রমজান মাস উপলক্ষে আগামীকালের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার চেয়েছে সংগঠনটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।