আমি আজাদ। আমি কষ্ট করতে বেশী ভালবাসি.... তবে অবশ্যই তাতে কোন মিষ্ট ফলের আশা থাকতে হবে। আমার কাছে দু-একজন তাদের কম্পিউটারে আরবী টাইপ করার পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছিল।
আমি প্রথমে জানতাম না।
নেটে অনেক ঘাটাঘাটি করে কয়েক জায়গার সাহায্য নিয়ে আমি এই ছবি টিউটোরিয়ালটি বানিয়ে ফেললাম_
দেখুনতো আপনাদের কাছে সহজ নাকি কঠিন মনে হয়?
কথা না বাড়িয়ে শুরু করি. . . .
স্টেপ- ১:
সবার আগে আপনার সিডি/ডিভিডি ড্রাইভ-এ উইন্ডোজ এক্সপি এর সিডি প্রবেশ করান।
এরপর নিচের চিত্রের ন্যায় কাজগুলো করুন.....
এবার আপনার কম্পিউটার রিষ্টার্ট নিতে চাইলে অবশ্যই রিষ্টার্ট দিন।
যদি ২ চিহ্নিত স্থানে টিক চিহ্ন দেওয়া থাকে তবে এটা আপনাকে করতে হবে না। আপনি পরের স্টেপে চলে যান।
স্টেপ- ২:
কম্পিউটার চালু হলে আবার কন্ট্রোল প্যানেলে গিয়ে নিচে চিত্রের মত করে কাজগুলো করে ফেলুন-------
স্টেপ- ৩:
এবার চাইলে আপনি নিচের চিত্রের মত করে সেটিংগুলো করে নিতে পারেন যাতে করে আপনার উইন্ডোজ এর ভাষা পরিবর্তন করতে সহজ হয় যা নিচের ছবিতে দেখা যাচ্ছে---- (উপরে ডানদিকে)
আর হ্যাঁ আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমি টিউটোরিয়ালটি আপডেট অথবা আরও ছবি সংযুক্ত করব।
কারও বুঝতে অসুবিধা হলে আওয়াজ দিবেন...
আপনাদের পাশে আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।