গত ১৪ তারিখে হোটেল সোনার গাঁয় এক কর্মশালায় আমাদের অর্থ মন্ত্রী উপরের কথা গুলি বলেন। তিনি আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরিত করতে হলে এম, এস সি/এম,এ বা বি,এস,সি/বি,এ পাসের দরকার নাই। আমাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত যুবকের দরকার। ????? ??????? ???????? • আমাদের অর্থ মন্ত্রী কি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে মন্ত্রনালয় চালাচ্ছেন? • উনার ছেলেমেয়েরা কোন পলিটেকনিকে পড়ছে ? • নাকি উনাদের সন্তানদের জাতীয় সম্পদ হওয়ার দরকার নাই। • ইতোমধ্যে দেশের যারা এম, এস সি/এম,এ বা বি,এস,সি/বি,এ পাস দিয়ে জাতীয় সম্পদ না হয়ে জাতীয় আবর্জনা হয়ে বসে আছে তাদেরকে দিয়ে কি সার বানানো হবে ??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।