আমাদের কথা খুঁজে নিন

   

আমি সাথে অতি রুপবতী বালিকা এবং স্বপ্নভংগ

প্রয়াত স্যার হুমায়ুন আহমেদ, উনার স্ত্রী গুলতেকিন কে বিয়ে করার পর প্রথম বার রিকশায় করে ঘুরে বেড়ানোর অনুভূতিতে লিখেছিলেন, "পৃথিবীর সবাই দেখুক, এই রুপবতী বালিকাটিকে আমি পাশে পাইয়াছি... গভীর আনন্দে আজ আমার হ্র্দয় পূর্ণ"... মাঝে মাঝে মনেহয়... আহা!! কতই না মধুর সে অভিজ্ঞতা... ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেলুম... বালিকা আজকে বেশ সুন্দর করে সাজিয়াছে... নীল রঙ পছন্দ বলেছিলুম বলে একটা নীল রঙা শাড়ি পড়িয়া বাহির হইয়াছে... রিকশায় উঠার পর খুব অস্বস্তি বোধ করিতেছি... এত সুন্দর একটা মানুষ ক্যামনে হয়...! খুব কাছে বসে আছে... একেবারে আমার পাশে... বাতাসে চুল উড়লে মাঝে মাঝে মুখে উড়িয়া আসিয়া পড়িতেছে... বালিকার পাশে নিজেকে বেশ বেমানান লাগিতেছে... মনে হইতাছে বেবুন সদৃশ আমি সুন্দর প্রকৃতিতে আমি ঠিক খাপ খাইতেছি না... রিকশায় করে প্রায় ২০ মিনিট যাত্রা করিয়াছি... কেউ কথা বলে নাই এখনো... দুইজনেই চুপ... কি বলিয়া কথা শুরু করা যায়! ... জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে তাকাইতেও লজ্জা লাগিতেছে... যদি হুট করে বলিয়া বসে মুখ বন্ধ করো, মাছি ঢুকিবে তো... হাত পা কেমন জানি শিরশির করিতেছে... এত শীত লাগে ক্যান? কথা আমারই শুরু করিতে হইবে, হুররর... সে কি আর আগে বলিবে নাকি... (ভাবিতে ভাবিতে) উমমম... কি বলা যায়... কি বলা যায়... আমিঃ "আচ্ছা, আজকে খুব ঠান্ডা পড়িয়াছে...তাই না?" {প্রশ্ন করিয়াই বুঝিলাম বেকুবের পরিচয় দিয়াছি} {এমন কথায় বালিকার কাজলটানা আয়ত চোখ খানায় বেশ অবাক হইবার ইমো দেখিলাম... } বালিকাঃ "এইটা কি বলো??? তাপমাত্রা তো প্রায় ৩৭ এর কাছাকাছি...!! তুমি এত ঘামতেছো ক্যানো? রিকশার হুড তুলে দাও" আমিঃ ও আচ্ছা আচ্ছা... তা ও তো বটে... তা ও তো বটে... (ক্যাক করিয়া রিকশার ব্রেক, উলটাইয়া পড়ি পড়ি অবস্থা... ) ঘুম ভেঙ্গে গেল... হা করা মুখ বন্ধ করিলাম, মাথার ঠিক একহাতের ভিতরে ভন ভন করিয়া জিএফসি ফ্যান খানা ঘুরিতেছে... শীত লাগার কারন উদ্ঘাটন হইলো... ... নাহ! স্বপ্নটা সত্যি হইলেও পারিতো, হাজার হোক রিকশাওয়ালা মামার ভাড়া পরিশোধ তো করিয়া আসি নাই... বালিকা, তোমার অপেক্ষাতে আছি। একটু খুজিয়া দেখো আমায় বুঝিতে পারো কিনা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.