ানা ভাঙ্গা পাখির দল তোমার আর আমার হারিয়ে যাবার সাক্ষী ! আমি তো হারিয়ে যাবো ঠিক ই ।। অজানা অহংকারে , মিছে দাম্ভিকতায় আর অর্থহীন জেদে ! ডানাভাঙ্গা পাখিরা ঠিক ই মনে রাখবে ! বিস্মৃত সূর্যালোকে তখনো ডুবা হয় নি , তখনো অপেক্ষায় আহত পাখিদের আগমনের ! পলাতক মেঘেরা কেবল ক্ষান্ত হয়েছে অসংখ্য ছুটাছুটি সমীকরণ মিলিয়ে বৃষ্টি রূপ নিয়ে ! তখনো ঝুলে থাকা বটফুলই কেবল সাক্ষী এই রংবদলের ! বৃষ্টি শব্দ গায়ে মেখে আহত একদল পাখি হাওয়ায় ভাসছে ক্লান্ত ঝড়ের ডানা ছুঁয়ে । আজ পাখিদের নিলিমার গল্প শুনাবো ! নিলিমার জানালায় ভেসে বেড়ায় বকুল ফুলের ঘ্রাণ রেখা , সে রেখা গিয়ে মিলিয়ে যায় নিঃসঙ্গ বটতলায় ! স্নিগ্ধ ভোরে রোজ বটতলা থেকে ভেসে আসে এক অচেনা মায়াবী সুর ! সে সুরে ক্লান্তি নেই , বিষন্নতার ছাপ নেই , তবু উচ্ছ্বাসের লেশ মাত্র নেই ! কেবল অবিরাম ভেসে আসে সে সুর ! রোজ বটতলার সুরের অপেক্ষায় রাত্রি নামে নিলিমার চোখে ! রাত্রি জুড়ে ঝিরঝির শব্দ নিলিমার স্বপ্নে এসে দৃশ্য সাজায় , ভোরের বটতলায় এক সুদর্শন গাইতে থাকে বিমর্ষ মায়াবী সঙ্গীত ! সুরের মুর্ছনায় ঘুম ভেঙ্গে নিলিমা দেখে বৃষ্টি রাতের অন্ধকারে এক আশ্চর্য মায়াবী ফুল তাকে নকশা দেখায় ! অরণ্যের পথ দেখায় ! নিলিমা অপেক্ষায় থাকে বাগানের গোলাপ তার পরিপূর্ণ প্রস্ফুটিত হবার ! এক ভোরে শুধু বিমর্ষ পাতাদের মর্মর শব্দ শোনা যায় , বটতলায় আজ কেউ নেই ! চারপাশে হলুদ পালক ছড়িয়ে উড়তে থাকে পাখিরা ! নিস্পাপ গোলাপ প্রস্ফুটিত হলেই নিলিমা হারাবে অরণ্যে ! কিন্তু হায় সে সুর হারিয়ে যায় ! বটতলার সে বিষন্ন মায়াবী সুর আর ঘ্রাণ রেখা মাড়িয়ে নিলিমার জানালায় আঁচড়ে পড়েনা ! প্রতি ভোরে অপেক্ষায় থাকে মায়াবী সুরের ! প্রস্ফুটিত গোলাপ অরণ্যের পথ জুড়ে অপেক্ষার ছায়াপথ দেখে! ---------------------------------------------------------------------------------------------- দেখতে দেখতে সামুর সাথে একটি বছর কেটে গেল ! মনে হয় এইতো সেদিন কোন এক বিকেলে সামুতে একটা নিক খুলেছিলাম দ্বিতীয় বারের মত ! ফেসবুকে বন্ধুদের শেয়ার করা কিছু ব্লগ মাঝে মাঝে দেখে সামুর প্রতি একটা দুর্বলতা তৈরী হয় ! এই নিক খুলার ৯ মাস আগে স্বপ্নবাজ অভি নামে নিক খুলেছিলাম !৭ দিনের জায়গায় ১৫ দিন হয়ে যাবার হতাশায় পরে ভুলেই গেলাম ঐ নিকের নাম বা পাসোয়ার্ড ! ব্লগেও আসা হয় নি ! গত এক বছর ধরে দিনের নির্দিষ্ট একটা সময় সামুতে কাটে ! আমার কাছে সামু নাগরিক সাংবাদিকতার এক বিশাল বিচরণ ক্ষেত্র মনে হয় ! সাথে রয়েছে চমৎকার গল্প আর কবিতা মিলে ক্রিয়েটিভ ব্লগিং এর দুর্দান্ত প্লাটফর্ম ! ক্যাচাল পোষ্ট চোখে পড়েনি খুব একটা , হয়তো ঐ সময় গুলো আমি ব্লগে আসিনি , তাই এই দিক দিয়ে আমার ব্লগিং অভিজ্ঞতা নিরামিষ ও বলতে পারেন ! স্বপনবাজ নিক টি চার মাস পর সেফ হয় ! ওই চারমাস আমি নিয়মিত ব্লগ পড়েছি অন্য সব কাজ শেষে ! বিশেষ করে ঐ সময় প্রিয় ব্লগার “শহীদুল ” ভাইয়ের কথা আমার বিশেষ ভাবে মনে পড়বে! ওনার এক একটা পোষ্ট আমি ১০ বার করে পড়লেও মনে হয় কি অদ্ভুত ! কবি কেন জানি এখন আর আসেন না ! শুরুর দিকে আমার সব পোষ্টে উনি মন্তব্য করতেন ! না হলে হয়তো নিরুৎসাহিত হয়ে এই নিক ও ভুলে যেতাম !তারপর ধীরে ধীরে সামু ব্লগের কিছু সেবা মূলক কাজের সৌজন্যে পরিচিত হই চমৎকার কিছু মানুষের সাথে , যার জন্য আমি এই প্লাটফর্মটির কাছে কৃতজ্ঞ ! কিছুদিন পূর্বে একদিন মনে হলো দেখি তো “স্বপ্নবাজ অভি” নামে সার্চ দিয়ে কিছু পাই নাকি , গুগুল আমাকে আমার সেই নিকের একটা পোষ্টের লিঙ্ক দিল ! ইউ আর এল থেকে নিক নেম নিয়ে আমার ডিফল্ট কিছু পাসোয়ার্ড দিয়ে ট্রাই করতেই আমি ফিরে পেলাম আমার সেই নিক , যা সেফ দেখার সৌভাগ্য আমার হয়েছে ! স্বপনবাজ নিক টি আমার খুব প্রিয় , এই নিকেই ব্লগিং আর ব্লগিং এর চাওয়া পাওয়ার হিসেব বুঝা ! কিন্তু স্বপনবাজ নিক নেম টি আমার মনসই ছিলনা ! তাই “স্বপ্নবাজ অভি” নিকেই গত এক মাস ধরে আমার বসবাস ! হয়তো এই পোষ্টটিই স্বপনবাজের শেষ পোষ্ট ! দেখা হবে স্বপ্নবাজে ! এক বছর পূর্তিতেই তাই মরণ ঘন্টা বেজে গেলো স্বপনবাজের ! ব্লগিং এর এক বছর আর পছন্দের নামের নিক ফিরে পাবার আনন্দে হালকা খাওয়া দাওয়া সেরে নিন ! ব্লগার বটবৃক্ষ আপুর জন্য তার শখ পুরণ করার জন্য আইসক্রিম ! অন্যরা চাইলে ভাগ বসাতে পারেন তার অনুমতি নিয়ে ! এই জিনিসটার প্রতি আমার আগ্রহ শূন্যের কোটায় ! উৎসর্গঃ দুর্দান্ত সেই মানুষগুলোকে যাদের এই ভার্চুয়াল মোড়কের বাইরে পেয়েছি সময়ে , অসময়ে , দুঃসময়ে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।