আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মন্ত্রী ও উপদেষ্টারা

দিন বদলের অঙ্গীকার করে জনগনের বিপুল সমর্থন নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় আসে। মন্ত্রী সভায় নবীন ও অনভিজ্ঞদের স্থান দিয়ে প্রধান মন্ত্রী চমক দিয়েছিলেন আমাদেরকে। তারা(মন্ত্রীরা) আমাদেরকে এখন দিয়ে যাচ্ছেন একের পর এক চমক! চমকের চাপে আমরা পিষ্ট। আমাদের বাণিজ্য মন্ত্রী মিঃ কম খান দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হয়ে জনগনকে পরামর্শ দেন কম খাওয়ার। জনাব মন্ত্রী এদেশের ৯৫ভাগ মানুষ মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষ।

বর্তমানে চাল-ডাল কিনতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা বেশী খাবে কোথা থেকে। আপনাদের মতো যারা উচ্চবিত্ত শ্রেনীর তারাই না বেশী খায়। দয়াকরে আপনার পরিবারের খাবার মেনু জনগনের সামনে প্রকাশ করবেন কি? শুনেছি শেয়ার কেলেঙ্কারীতে জড়িত প্রতিষ্ঠানগুলোর মধ্যে তার পারিবারিক প্রতিষ্ঠান সামিট পাওয়ার, সামিট পোর্ট আছে। আমাদের অর্থমন্ত্রী জনাব আঃ মাল যার অতি কথন ধ্বংস করেছে আমাদের পুজিঁ বাজারকে।

বিশেষজ্ঞরা যখন শেয়ার বাজার সর্ম্পকে সরকার ও সংশ্লিষ্টদের সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছিলেন তখন তিনি বললেন শেয়ার বাজার অতি মূল্যায়িত নয়, শেয়ার বাজার পরিপুষ্ট। তার কথার উপর ভিত্তি করে লাখো বিনিয়োগকারী তাদের সর্বস্ব বিনিয়োগ করে আজ তারা নিঃস্ব। মাননীয় মন্ত্রীকে বলতে চাই কিছু লোকে পকেট পরিপুষ্ট করতেই কি আপনি একথা বলেছিলেন? বিনীয়োগকারীদের ফটকা বাজ বললে আপনি কি? যারা বাজারের এ অবস্থার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছেন কি? আমাদের যোগাযোগ মন্ত্রী জনাব আবুল হোঃ যিনি ফ্লাইওভার, মেট্রোরেল, পদ্মাসেতু প্রভূতি বিগবাজেট মহাপরিকল্পনা নিয়েই ব্যস্ত। নতুন রাস্তা-ঘাট নির্মান তো দূরে থাক, পুরাতন রাস্তা-ঘাট সংস্কারের সময় ও বাজেট তার হাতে নেই। তবে কি সব বাজেটই তিনি তার মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজে লাগিয়েছেন? শুনেছি মহাপরিকল্পনা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তার পারিবারিক প্রতিষ্ঠানও আছে।

আমাদের নৌ-মন্ত্রী যাকে মূলত মোটর শ্রমিকদের মন্ত্রী বলাই ঠিক হবে। অদক্ষ চালকদের লাইসেন্স দেয়ার ব্যাপারে তিনি খুব উদার। চালকদের দক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে তার বক্তব্য চালকদের শুধু গরু-ছাগল চিনলেই হবে। সড়ক দূর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটলেও তিনি চালকদের দোষ দিতে নারাজ। আমাদের পররাষ্ট্র মন্ত্রী যিনি অধিকাংশ সময় বিদেশ সফরে কাটান।

লিবিয়া থেকে আটকেপড়া বাংলাদেশীদের আনতে যথাযথ পদক্ষেপ নিতে যিনি ব্যর্থ হয়েছিলেন। মধ্যেপ্রাচ্য ও মালয়েশিয়ায় নতুন করে শ্রমিক পাঠাতে তিনি বহুবার দেশগুলো সফর করলেও প্রতিবারই ব্যর্থ হয়েছেন শুধু তাই নয় অবৈধ শ্রমিকদের বৈধ ও ভিসার মেয়াদ উর্ত্তীন শ্রমিকদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার মিশনও সফল হয়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.