আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ সেভেনে বিট লকার ব্যবহার করে মূল্যবান ডকুমেন্ট সুরক্ষিত করুন!!!

হ্যাকিং কোন ক্রাইম নয়....এটা একটা সাইবার চ্যালেঞ্জ সবার উচিত হ্যাকারের চ্যালেঞ্জের উপযুক্ত জবাব হ্যাকিং এর মাধ্যমে দেওয়া.....!!! আমরা অনেকেই ব্যক্তিগত ফাইল সুরক্ষিত করার জন্য বিভিন্য পাসওয়ার্ড সফটওয়ার ব্যবহার করে থাকি কিন্তু একটু চেস্টা করলেই সেসকল সফটওয়ারের পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব আমি নিজেই আনেক সফটওয়ারের পাসওয়ার্ড ভেঙেছি। যাইহোক উইন্ডোজ সেভেনে বিট লকার এমন একটি শক্তিশালী ফাইল ম্যানেজার যা কোন ক্রমেই হ্যাক করা সম্ভব নয়, অন্তত আমি অনেক চেষ্টা করেও পারিনি, তাহলে এবার কার্যক্রম শুরু করা যাক। প্রথমে start মেনু থেকে Control panel এ প্রবেশ করুন “Bitlocker Drive encryption” এ ডাবল ক্লিক করুন। (নিচের স্কিন শটগুলো লক্ষ করুন) নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে। এখন আপনি যে ড্রাইভ টি লক করতে চান সেই ড্রাইভের Turn on BitLocker এ ক্লিক করুন।

নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে। উপরের ছোট বক্সটিতে টিক দিন অতপর নিচের বক্স দুটিতে একই পাসওয়ার্ড টাইপ করুন, নিচের ক্রস দেওয়া বক্সটিতে টিক দিবেন না। Next বাটনে ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে। মার্ক করা জায়গায় ডাবল ক্লিক করুন নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।

ফাইল পাথ সিলেক্ট করে save করুন। আরএকটি ডায়ালগ বক্স আসবে Yes করুন। নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে। Start Encrypting এ ক্লিক করুন। আর কিছু করতে হবেনা এখন যা করার কম্পিউটার নিজেই করবে নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।

কম্পিউটার কার্যক্রমটি সম্পূর্ণ করতে ত্রিশ কিংবা চল্লিশ মিনিট সময় নিতে পারে। এ সময়ে কম্পিউটার বন্ধ বা রিস্ট্রাট করবেন না। কাজ শেষ হলে উক্ত ড্রাইভটি একটি তালার লোগো ধারণ করবে ড্রাউভটি খুলতে হলে My Computer এ প্রবেশ করে “তালার লোগো” চিহ্নিত ড্রাইভে ডাবল ক্লিক করুন নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে। উপরের টেক্স বক্সে পাসওয়ার্ড টাইপ করুন, ক্রস দেওয়া বক্সটিতে টিক দিবেন না Unlockএ ক্লিক করুন অথবা এন্টার প্রেস করুন। ***সেটিং করতে সমস্যা হলে আমাকে মেইল করুন।

*** বি:দ্র: আমার একটি ৱ্যপিডশেয়ার প্রিমিয়াম একাউন্ট দরকার খু..উ…ব জরুরী দয়া করে কেউ হেল্প করবেন কি?? পাসওয়ার্ড পরিবর্তন করা হবেনা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। আমার মেইল আইডি হল ধন্যবাদ সকলকে !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.