ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্পের পর রোববার মধ্যরাতে রাজধানীর সূত্রাপুরে একটি চার তলা ভবন হেলে পড়েছে।
অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জীবন মিয়া সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সূত্রাপুরের কাগজী লেনে ১৭/২ ওয়াল্টার রোডের চার তলা একটি ভবন পাশের পাঁচ তলা ভবনের ওপর হেলে পড়েছে।
ঘটনাস্থলে অগ্নি নির্বাপক বাহিনী রওনা হয়েছে। ওই বাড়িটি সিটি কর্পোরেশনের বলে সূত্রাপুর থানার উপপরিদর্শক জামশেদ আলম জানিয়েছেন। এটিতে ধাঙড়রা থাকেন বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা জামশেদ বলেন, চার তলা ভবনটিতে কয়েকটি ফাটল দেখা দিয়েছে। ভবনটি পাশের নির্মাধীন যে ভবনের ওপর হেলে পড়েছে, তাতেও ফাটল দেখা দিয়েছে।
রোববার সন্ধ্যায় রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। এর কেন্দ্র ছিলো ভারতের সিকিম থেকে ৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ঢাকা থেকে ৪৯৫ কিলোমিটার দূরে।
ভূমিকম্প শুরুর পর দেশের বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
রাজধানীর বিভিন্ন স্থানে আরো কয়েকটি ভবন হেলে পড়ারও খবর পাওয়া যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।