ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম প্রতি ঘনমিটার ৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর পর দিন সোমবার গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর আদেশ জারি করলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি।
সোমবার রাত ১২টা থেকেই নতুন দর কার্যকর হবে। সিএনজির পাশাপাশি সঞ্চালন লাইনের গ্যাস (ফিড গ্যাস) দাম প্রতি ঘনমিটার ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৩ টাকা করা হয়েছে। এক্ষেত্রে দাম বৃদ্ধির হার ২৮ শতাংশ।
গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে গ্যাসের দাম বৃদ্ধির ফলে সিএনজি স্টেশনগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। ভোক্তাদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। "
সর্বশেষ গত ১২ মে সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে ৮ টাকা বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছিলো।
জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর ফলে গণপরিবহনের ভাড়াও বাড়ছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সোমবার বলেছেন, দু-এক দিনের মধ্যে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা এবং অটো রিকশার ভাড়া প্রতি কিলোমিটারে ১৪ পয়সা বাড়ানোর সুপারিশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৭০০ ঘ. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।